Thursday || April 18, 2024 Online Tech News Portal
img

ডটবাংলায় বিটিসিএল

Posted on : 2020-04-15 05:55:39

News Source : ডিজিবাংলা.টেক, ১৪ এপ্রিল, ২০২০

ডটবাংলায় বিটিসিএল

অবশেষে ডটবাংলা ডোমেইনে হাজির হলো বিটিসিএল। মঙ্গলবার ১৪২৭ বঙ্গাব্দের প্রথম দিনে চালু হলো বিটিসিএল.বাংলা ডোমেইন। ফলে এখন বাংলা অক্ষরে লিখেই প্রবেশ করা যাচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের ওয়েবসাইট।
এই ডোমেইন থেকেই ডানসাইটের ‘English’ ট্যাবে ক্লিক করলে যাওয়া যাবে ইংরেজি ডোমেইনে।
এই উচ্ছ্বাসের খবরটি প্রথম জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। নিজের ভেরিফায়েড ফেসবুকে তিনি লেখেন, “আমাদের বিটিসিএল আজ প্রকাশ করলো .বাংলা সাইট। গর্ব করছি বিটিসিএলকে নিয়ে: বিটিসিএল.বাংলা”
প্রসঙ্গত, ডট বাংলা হলো দেশের টপ লেভেল কান্ট্রি ডোমেইনের নাম। এই ডোমেইন ব্যবহার করলে সাইটের নাম লিখতে হয় বাংলায়। ফলে যে সাইটটি স্ক্রিনে দেখায় সেটি আসে বাংলায়। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডট বাংলা ডোমেইন উদ্বোধন করেন। মাসসাতেক আগে ডট বাংলা নিবন্ধনের সংখ্যা ছিল সাড়ে পাঁচ শতাধিক।

জাতীয়