Wednesday || April 24, 2024 Online Tech News Portal
img

দক্ষিণ এশিয়ার তিন দেশে একদিনে সর্বোচ্চ শনাক্ত

Posted on : 2020-05-06 05:16:02

News Source : বাংলাদেশ জার্নাল, ০৬ মে ২০২০, ০৬:২২

দক্ষিণ এশিয়ার তিন দেশে একদিনে সর্বোচ্চ শনাক্ত

দক্ষিণ এশিয়ার তিন দেশ ভারত, পাকিস্তান ও বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ভারতে ৩ হাজার ৯০০, পাকিস্তানে ১ হাজার ৩১৫ এবং বাংলাদেশে ৭৮৬ নতুন রোগী পাওয়া যায়।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার ৪০০ জনে। আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি মহারাষ্ট্রে সাড়ে ১৪ হাজার। দেশটিতে আক্রান্তদের মধ্যে মারা গেছে ১ হাজার ৬৯৩ জন। এর মধ্যে মহারাষ্ট্রেই মারা গেছে ৫৮৩ জন।

পাকিস্তানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩১৫ জনের দেহে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। পাকিস্তানের সংবাদপত্র ডন জানিয়েছে, একদিনে সর্বোচ্চ সংখ্যক রোগী ধরা পড়ায় দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ২২৩ জন। মারা গেছে ৫১৪ জন।

ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, করোনায় পাকিস্তানে এখন পর্যন্ত ২২ হাজার ৪৯ জন সংক্রমিত হয়েছে।

এদিকে বাংলাদেশে একদিনে রেকর্ড ৭৮৬ জনের করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১০ হাজার হাজার ৯২৯ জন। আরও একজনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে ১৮৩ হয়েছে।

বাংলাদেশে নতুন করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে গত ৮ মার্চ। তারপর একদিনে এত বেশি নতুন রোগী আর কখনও শনাক্ত হয়নি।

এছাড়া দক্ষিণ এশিয়ার দেশ নেপালে গত ২৪ ঘণ্টায় নতুন সাত রোগী শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৮২ হয়েছে।

শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৯ জন। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬০ জনে, আর মারা গেছেন ৯ জন।

জাতীয়