Friday || April 26, 2024 Online Tech News Portal
img

করোনায় বিধ্বস্ত ফ্রান্সের অর্থনীতি, বিক্রি হতে পারে 'মোনালিসা'

Posted on : 2020-05-21 07:04:52

News Source : বাংলাদেশ প্রতিদিন, ২১ মে, ২০২০ ০৩:০৯

করোনায় বিধ্বস্ত ফ্রান্সের অর্থনীতি, বিক্রি হতে পারে 'মোনালিসা'

করোনা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে ফ্রান্সের সরকার। দিনের পর দিন পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। আর্থিক মন্দা মেটাতে তাই এবার লিওনার্দো দ্য ভিঞ্চির অমর সৃষ্টি মোনালিসা চিত্রকর্ম বিক্রি করতে পারে ফ্রান্সের সরকার।

করোনা এখনই নির্মূল হওয়ার সম্ভাবনা নেই। এদিকে দিনের পর দিন লকডাউনের জেরে অর্থনীতিতে ধস নেমেছে। তাই মোনালিসা বিক্রির পথে হাঁটতে পারে ফ্রান্সের সরকার।

ফ্রান্সের স্বনামধন্য প্রযুক্তি প্রতিষ্ঠান ফেবারনোভালের প্রতিষ্ঠাতা স্টেফানে ডিস্টিঙ্গুইন জানিয়েছেন, মোনালিসা বিক্রি হলে বড় রকমের আর্থিক সহায়তা পাওয়া যাবে। তা দিয়ে করোনা পরিস্থিতি অনেকটাই সামাল দেওয়া যাবে।


ইতালির জনপ্রিয় পেইন্টার সিভিচ্চি অবশ্য এমন সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তিনি বলেছেন, সেটি শিল্পকর্মটি লুভরে রয়েছে ঠিকই। তবে এটি ফ্রান্সের সম্পদ নয়। তাই এই শিল্পকর্ম বিক্রি করা আইনত দণ্ডনীয়।

ওয়ার্ল্ড পেইন্টিং ফোরামের তরফেও জানানো হয়েছে, শিল্পকর্মটি বিক্রি করা হলে তারা ফ্রান্সের সরকারের বিরুদ্ধে মামলা করবে। তবে ফ্রান্সের অর্থনীতিতে দারুন প্রভাব ফেলেছে করোনা। এই দুর্যোগ কাটিয়ে উঠতে কী করণীয় তা বুঝে উঠতে পারছে না ফ্রান্সের সরকার।

আন্তর্জাতিক