Friday || April 26, 2024 Online Tech News Portal
img

'আমেরিকার মোকাবেলায় ইরান সবচেয়ে খারাপ দৃশ্যপটের জন্যও প্রস্তুত'

Posted on : 2020-05-19 05:08:11

News Source : বাংলাদেশ প্রতিদিন, ১৮ মে, ২০২০ ২২:০২

'আমেরিকার মোকাবেলায় ইরান সবচেয়ে খারাপ দৃশ্যপটের জন্যও প্রস্তুত'

ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি বলেছেন, ভেনিজুয়েলাগামী তেল ট্যাংকারকে কেন্দ্র করে বর্তমান সংঘাতপূর্ণ পরিস্থিতিতে আমেরিকা সবচেয়ে খারাপ অবস্থা মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে তেহরান। তিনি সুস্পষ্ট করে বলেছেন, ইরান এবং ভেনিজুয়েলার মধ্যকার সম্পর্ক অন্য দেশের মাথাব্যথার প্রয়োজন নেই।

সোমবার সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেন, আমেরিকা যদি ভেনিজুয়েলাগামী ইরানি তেল ট্যাংকারের পথ অবরোধ করে তাহলে ইরানের সম্ভাব্য প্রতিক্রিয়ার কি হবে?

জবাবে আলী রাবিয়ি বলেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী প্রয়োজনীয় সতর্কতা উচ্চারণ করেছেন এবং বিষয়টি নিয়ে ইরানি প্রশাসনে ও সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদে আলোচনা হয়েছে। আমরা আশা করি আমেরিকায এ ধরনের ভুল করবে না। তবে যদি কোনো কারণে তারা এমন ভুল করে বসে তাহলে যে কোনো খারাপ পরিস্থিতি মোকাবেলা করার জন্য ইরান প্রস্তুত রয়েছে।
ইরান এবং ভেনেজুয়েলার বিরুদ্ধে আমেরিকা একতরফাভাবে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। এ অবস্থার মধ্যে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানি তেল ট্যাংকার হাজার হাজার টন তেলজাত পণ্য নিয়ে ভেনিজুয়েলার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। ইরান যে ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে বিরাট শক্তি অর্জন করেছে তার প্রতীকি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এই ঘটনাকে। মনে করা হচ্ছে- ইরানের ক্ষেপণাস্ত্র শক্তির কারণেই তেহরান এমন কঠোর সিদ্ধান্ত নিতে পেরেছে।

আন্তর্জাতিক