Saturday || April 27, 2024 Online Tech News Portal
img

ভারতের বিরুদ্ধে নেপালকে উসকে দিচ্ছে চীন, অভিযোগ দেশটির সেনাপ্রধানের

Posted on : 2020-05-16 08:14:17

News Source : বাংলাদেশ প্রতিদিন, ১৬ মে, ২০২০ ১৩:২৪

ভারতের বিরুদ্ধে নেপালকে উসকে দিচ্ছে চীন, অভিযোগ দেশটির সেনাপ্রধানের

ভারত ও নেপালের মধ্যে গোলমাল বাধানোর চেষ্টা করছে চীন। সরাসরি নাম করেও তেমনই ইঙ্গিত দিলেন ভারতের সেনাপ্রধান জেনারেল এমএম নারভানে। ভারতের নতুন একটি রাস্তা নির্মাণ নিয়ে সম্প্রতি আপত্তি জানায় নেপাল।

ভারতের সেনাপ্রধান জেনারেল এমএম নারভানে বলেন, ‘কাঠমাণ্ড‌ু ঠিক কেন প্রতিবাদ জানিয়েছে বলতে পারব না। তবে এই সব সমস্যা যে ওরা অন্য কারো হয়ে তৈরি করছে সেটা মনে করার যথেষ্ট কারণ রয়েছে এবং এটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।’

গত শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভিডিও লিংকের মাধ্যমে উত্তরাখণ্ড থেকে লিপু লেখ পাস পর্যন্ত ৮০ কিলোমিটার লম্বা একটি সড়কের উদ্বোধন করেন। এই রাস্তা নিয়েই আপত্তি জানায় নেপাল।
সেনাপ্রধান আরও বলেন, ‘কালি নদীর পূর্বদিক নেপালের অংশে পড়ছে এবং পশ্চিমদিক ভারতের অংশ। এ নিয়ে তো কোনও সমস্যা নেই। আর রাস্তা তৈরি হয়েছে কালি নদীর পশ্চিমদিকে।’

উল্লেখ্য, দিন কয়েক আগে লাদাখ এবং সিকিম সীমান্তে ভারত ও চীনা সেনাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। সূত্র: এই সময়

আন্তর্জাতিক