Friday || April 26, 2024 Online Tech News Portal
img

যুক্তরাষ্ট্রে লকডাউন তুলে নেয়ার পরিকল্পনা দিলেন ট্রাম্প

Posted on : 2020-04-17 06:53:41

News Source : ইত্তেফাক, ০৯:৪৫, ১৭ এপ্রিল, ২০২০

যুক্তরাষ্ট্রে লকডাউন তুলে নেয়ার পরিকল্পনা দিলেন ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা বিস্তার ঠেকাতে জারি হওয়া লকডাউন তুলে নেয়ার বিষয়ে রাজ্য সরকারদের দিক নির্দেশনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার একটি সংবাদ সম্মেলনে ট্রাম্পের পক্ষ থেকে এই দিক নির্দেশনা দেয়া হয়।

সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিন স্তরে পর্যায়ক্রমে তুলে নেয়া হবে যুক্তরাষ্ট্রের লকডাউন। লকডাউন তুলে নেয়ার জন্য রাজ্য সরকারগুলোকে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার সর্বাত্বক সহায়তা করবে বলেও আশ্বাস দেন ট্রাম্প। এছাড়াও কিছু রাজ্য চাইলে এ মাসের মধ্যেই খুলতে পারে বলে সংবাদ সম্মেলনে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের দেয়া পরিকল্পনা অনুযায়ী, লকডাউন তুলে নেয়ার প্রথম পর্যায়ে রেস্টুরেন্ট, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো কঠোর ভাবে সামাজিক দূরত্ব মেনে চলার শর্তে খুলতে পারবে। এ সময় সকল গণ-জমায়েত বন্ধ রাখার কথা বলেছেন ট্রাম্প। দ্বিতীয় পর্যায়ে করোনা প্রকোপ কিছুটা কমে এলে স্কুল এবং পানশালা খুলে দেয়ার অনুমতি দেয়া হবে। আর তৃতীয় পর্যায়ে যে সব রাজ্যে করোনা প্রকোপ কম দেখা যাচ্ছে সেখানে জনগণ সামাজিক দূরত্ব একেবারে কমিয়ে দিতে পারবেন। পাশাপাশি পানশালাগুলো এবং রেস্টুরেন্টগুলোও তাদের কার্যক্রম বাড়িয়ে দিতে পারবে।

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৬ লাখ ৫৪ হাজার ৩০১ জন। মারা গেছেন ৩২ হাজার ১৮৬ জন।

আন্তর্জাতিক