Friday || April 26, 2024 Online Tech News Portal
img

বিশ্বে মৃত্যু ২ লাখ ৮২ হাজারের বেশি, যুক্তরাষ্ট্রে প্রায় ৮০ হাজার

Posted on : 2020-05-11 04:48:17

News Source : দি ডেইলি স্টার, ১০:১০ পূর্বাহ্ন, মে ১১, ২০২০ / সর্বশেষ সংশোধিত: ১০:১৭ পূর্বাহ্ন, মে ১১, ২০২০

বিশ্বে মৃত্যু ২ লাখ ৮২ হাজারের বেশি, যুক্তরাষ্ট্রে প্রায় ৮০ হাজার

বিশ্বব্যাপী নতুন করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। ইতোমধ্যে ২ লাখ ৮২ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৪১ লাখের বেশি। এ ছাড়া, সুস্থও হয়েছেন ১৪ লাখের বেশি মানুষ।

আজ সোমবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪১ লাখ ২ হাজার ৮৪৯ জন এবং মারা গেছেন ২ লাখ ৮২ হাজার ৭০৯ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১৪ লাখ ১১ হাজার ৬১৯ জন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ২৯ হাজার ৭৯১ জন এবং মারা গেছেন ৭৯ হাজার ৫২৮ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ২ লাখ ১৬ হাজার ১৬৯ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত রয়েছে ইউরোপের দেশ স্পেনে। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৪ হাজার ৩৫০ জন এবং মারা গেছেন ২৬ হাজার ৬২১ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ১৬৬ জন।

যুক্তরাষ্ট্রের পর এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন যুক্তরাজ্যে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩১ হাজার ৯৩০ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২ লাখ ২০ হাজার ৪৪৯ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ হাজার ২ জন।

এ ছাড়া, ইতালিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৯ হাজার ৭০ জন, মারা গেছেন ৩০ হাজার ৫৬০ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৫ হাজার ১৮৬ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৯৪ জন, মারা গেছেন ২৬ হাজার ৩৮৩ জন এবং সুস্থ হয়েছেন ৫৬ হাজার ৩২৭ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭১ হাজার ৮৭৯ জন, মারা গেছেন ৭ হাজার ৫৬৯ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৬০০ জন।

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭ হাজার ৬০৩ জন, মারা গেছেন ৬ হাজার ৬৪০ জন এবং সুস্থ হয়েছেন ৮৬ হাজার ১৪৩ জন। তুরস্কে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৬৫৭ জন, মারা গেছেন ৩ হাজার ৭৮৬ জন এবং সুস্থ হয়েছেন ৯২ হাজার ৬৯১ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ১০ জন, মারা গেছেন ৪ হাজার ৬৩৭ জন এবং সুস্থ হয়েছেন ৭৯ হাজার ১৬৭ জন।

নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে রাশিয়া ও দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯ হাজার ৬৮৮ জন, মারা গেছেন ১ হাজার ৯১৫ জন এবং সুস্থ হয়েছেন ৩৪ হাজার ৩০৬ জন। ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬২ হাজার ৬৯৯ জন, মারা গেছেন ১১ হাজার ১২৩ জন এবং সুস্থ হয়েছেন ৬৪ হাজার ৯৫৭ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ১৪ হাজার ৬৫৭ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ২২৮ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ২ হাজার ৬৫০ জন।

আন্তর্জাতিক