Saturday || June 12, 2021 Online Tech News Portal
img

করোনা রোধে ট্রাম্পের পদক্ষেপ ‘পুরাই বিশৃঙ্খল’ : ওবামার অডিও ফাঁস

Posted on : 2020-05-10 01:07:49

News Source : আমাদের সময়, ১০ মে ২০২০ ০০:০০ | আপডেট: ১০ মে ২০২০ ১০:৫৬

করোনা রোধে ট্রাম্পের পদক্ষেপ ‘পুরাই বিশৃঙ্খল’ : ওবামার অডিও ফাঁস

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যে পদক্ষেপ নিয়েছে, তা ‘পুরাই বিশৃঙ্খল’। এমন মন্তব্য করেছেন ট্রাম্পের পূর্বসূরি বারাক ওবামা। প্রশাসনের সাবেক কর্মকর্তাদের সঙ্গে ওয়েবক্যামে করোনাসংকট নিয়ে সাবেক এই প্রেসিডেন্টের আলাপচারিতার অডিও ফাঁস হয়েছে। ইয়াহু নিউজ সেই অডিও আলাপ শুনেছে। খবর ডেইলি মেইলের।

দেশের মধ্যে জাতিগত দ্বন্দ্ব বাড়ানোর জন্য ট্রাম্প প্রশাসনকে দুষেছেন ডেমোক্র্যাট নেতা ওবামা। তার মতে, নিরপেক্ষ হলে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা আরও কমানো যেত।

ওবামা বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমরা স্বার্থপরতা ও বিভাজনের সংস্কৃতি এবং অন্যকে শত্রু হিসেবে দেখার সংস্কৃতির বিরুদ্ধে লড়াই করছি। কিন্তু এখন এসবই আমেরিকার জনজীবনে বড় আকার ধারণ করেছে।’

ওবামা বলেন, ‘পুরাই বিশৃঙ্খল পরিস্থিতি। আমার কী লাভÑ এ ধরনের মানসিকতা সরকারের মধ্যে দেখা যাচ্ছে।’

২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত দুই মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন বারাক ওবামা।

ক্ষমতা থেকে নেমে যাওয়ার পর খুব কমই ট্রাম্পের বিষয়ে তাকে মন্তব্য করতে দেখা গেছে। তবে তিনি ২০১৬ সালের নির্বাচনে দলীয় প্রার্থী হিলারির পক্ষে নির্বাচনী প্রচারে সক্রিয় ছিলেন। এবারের নির্বাচনেও দলের হয়ে সোচ্চার থাকবেন তিনি।

ফাঁস হওয়া অডিওতে ওবামাকে বলতে শোনা গেছে, ‘আমি জো বাইডেনের পক্ষে নির্বাচনী প্রচারে আরও বেশি সক্রিয় থাকার চেষ্টা করছি।’

ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে জো বাইডেনই সবচেয়ে এগিয়ে আছেন। তবে সম্প্রতি তার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে। এতে বাইডেনের লড়াই কতটা ক্ষতিগ্রস্ত হবে, সময়ই তা বলবে।

আন্তর্জাতিক