Friday || April 26, 2024 Online Tech News Portal
img

করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের প্রধানও কোয়ারেন্টাইনে

Posted on : 2020-05-10 04:43:13

News Source : বাংলাদেশ প্রতিদিন, ১০ মে, ২০২০ ০৯:৪২

করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের প্রধানও কোয়ারেন্টাইনে

করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত গোটা বিশ্ব। এখন পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসে সারাবিশ্বে আক্রান্ত হয়েছে ৪১ লাখের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ২ লাখ ৮০ হাজারের বেশি। সবচেয়ে ভয়াবহ অবস্থা যুক্তরাষ্ট্রের।

আর এমন পরিস্থিতির মধ্যেই করোনাভাইরাসে আক্রান্ত কর্মীর সংস্পর্শে আসায় দুই সপ্তাহের জন্য কোয়ারেন্টাইনে গেলেন যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরিচালক রবার্ট রেডফিল্ড। সিডিসির মুখপাত্র দেশটির সংবাদমাধ্যম সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রেডফিল্ডের কোয়ারেন্টাইনে যাওয়ার খবর সবার আগে প্রকাশ করেছে দ্য ওয়াশিংটন পোস্ট।
এ ব্যাপারে সিডিসির মুখপাত্র বলেছেন, ‘৬ মে হোয়াইট হাউজে কোভিড-১৯ রোগে আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে ছিলেন রেডফিল্ড, তবে তার ঝুঁকি খুবই কম। তিনি ভালো আছেন এবং কোনো উপসর্গ নেই। আগামী দুই সপ্তাহ অনলাইনে কাজ করবেন তিনি।’

এদিকে রেডফিল্ডের সেল্ফ কোয়ারেন্টাইনের রিপোর্ট নিশ্চিত না করলেও হোয়াইট হাউজের সহকারী বার্তা সচিব জুড ডিরি বলেছেন, প্রেসিডেন্টের ফিজিশিয়ান থেকে শুরু করে হোয়াইট হাউজের পরিচালন কর্মকর্তারা ‘প্রেসিডেন্ট, ফার্স্ট ফ্যামিলি ও পুরো হোয়াইট হাউজ চত্বরকে নিরাপদ ও স্বাস্থ্যবান রাখতে সব ধরনের পূর্বসতর্কতা নিশ্চিতে নিবিড়ভাবে কাজ করে যাবেন’।

আন্তর্জাতিক