Saturday || April 27, 2024 Online Tech News Portal
img

পুতিনকে চিঠি পাঠালেন কিম উন

Posted on : 2020-05-09 15:08:53

News Source : আমাদের সময়, ৯ মে ২০২০ ১৭:৩২ | আপডেট: ৯ মে ২০২০ ১৭:৪৮

পুতিনকে চিঠি পাঠালেন কিম উন

বেশ কিছুদিন মৃত্যুর গুঞ্জন উঠেছিল উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উনের। মৃত্যুর গুঞ্জনকে মিথ্যা প্রমাণ করে স্বরূপে ফিরেছেন তিনি। এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠালেন কিম।

উত্তর কোরিয়ার সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) খবরে বলা হয়, আজ শনিবার রাশিয়ার প্রেসিডেন্টকে চিঠি পাঠান কিম। চিঠিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭৫তম বর্ষপূর্তিতে পুতিনকে বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

চিঠিতে তিনি বলেন, ’৭৫ বছর আগে রাশিয়ানরা দেশপ্রেম ও সাহসী ভূমিকা দেখিয়ে এই মহান যুদ্ধে বিজয় লাভ করেছে। ফ্যাসিজমের হাত থেকে দেশ ও মানবজাতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছে এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা বজায় রেখেছে।’

কিম তার চিঠিতে করোনাভাইরাস মোকাবিলায় রাশিয়ার সফলতাও কামনা করেন ।

করোনাভাইরাসের কারণে উত্তর কোরিয়ার অর্থনীতিতে মন্দা দেখা দিয়েছে। এ জন্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগাযোগ করছেন কিম জং-উন।

কিম এর আগে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংকেও মৌখিক বার্তা পাঠান। তিনি করোনাভাইরাস মোকাবিলায় শি চিনপিংয়ের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

করোনাভাইরাস নিয়ে বিশ্বজুড়ে তোলপাড়ের মধ্যে গুঞ্জন শুরু হয় কিম জং-উন মারা গেছেন। দীর্ঘ জল্পনার পর অবশেষে মে দিবস উপলক্ষে ২০ দিন পর প্রকাশ্যে এসে একটি সার কারখানার উদ্বোধন করেন তিনি।

আন্তর্জাতিক