Friday || April 26, 2024 Online Tech News Portal
img

করোনা রুখতে নিরাপত্তা পরিষদের প্রস্তাব আটকে দিল যুক্তরাষ্ট্র

Posted on : 2020-05-09 06:35:46

News Source : বাংলাদেশ প্রতিদিন, ৯ মে, ২০২০ ১২:২৩

করোনা রুখতে নিরাপত্তা পরিষদের প্রস্তাব আটকে দিল যুক্তরাষ্ট্র

করোনাভাইরাস মহামারী রুখতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব পাশের ভোট আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র। খবর আল-জাজিরার।

কূটনৈতিক সূত্রে কাতারভিত্তিক সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বরা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও চীনের সঙ্গে বিরোধের জেরে এই সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্পের দেশ।

মার্চ থেকে এই প্রস্তাব নিয়ে কাজ করছে নিরাপত্তা পরিষদ। যেসব দেশ ও অঞ্চলে দ্বন্দ্ব-সংঘাত চলছে, তা সাময়িকভাবে বন্ধ রাখার আহ্বান জানাতে এ প্রস্তাব নিরাপত্তা পরিষদে উত্থাপনের কথা ছিল শুক্রবার।
প্রস্তাবটি পাশ হতে ভোটাভোটির প্রয়োজন হতো। কিন্তু তা উত্থাপনের আগেই প্রতিহত করেছে যুক্তরাষ্ট্র।

প্রস্তাবটি পাশ হলে সিরিয়া-ইয়েমেনের মতো দেশের সরকার করোনার চিকিৎসা সেবায় মন দিতে পারত। কিন্তু সংঘাতের কারণে তা বাধাগ্রস্ত হচ্ছে। নিরাপত্তা পরিষদ এই সমস্যার সমাধানে এগিয়ে আসতে চাইলেও যুক্তরাষ্ট্র তাদের থামিয়ে দিল।

আন্তর্জাতিক