Friday || April 26, 2024 Online Tech News Portal
img

উহান মার্কেট থেকে ছড়িয়েছে করোনা, বিস্ফোরক মন্তব্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার

Posted on : 2020-05-09 06:20:22

News Source : বাংলাদেশ প্রতিদিন, ৯ মে, ২০২০ ০৩:১৬

উহান মার্কেট থেকে ছড়িয়েছে করোনা, বিস্ফোরক মন্তব্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনাভাইরাস মারণঘাতী রূপ নেয়ার পর থেকেই খবরের শিরোনামে চীনের উহান মার্কেট। এবার সেই উহান মার্কেট থেকে করোনা ছড়ানোর রিপোর্টকেই কার্যত সামনে নিয়ে আসল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

উহান প্রদেশের সি ফুড মার্কেটের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল আগেই। নভেল করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়েছিল ওই বাজার থেকেই। এতোদিন পর্যন্ত এই নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা হু পরিষ্কার করে কিছু বলেনি। কিন্তু শুক্রবার এই প্রথম হু জানিয়ে দিয়েছে, করোনা সংক্রমণের নেপথ্যে উহানের ওই বাজারের ভূমিকা রয়েছে।

শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ পিটার বেন এমবারেক বলেন, সংক্রমণ ছড়ানোর ক্ষেত্রে উহানের বাজারের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু প্রকৃতপক্ষে কী হয়েছিল তা এখনও আমরা পরিষ্কার করে জানি না।
তিনি বলেন, ‘এটা এখনও স্পষ্ট করে বলা যাচ্ছে না জীবজন্তুদের থেকেই ওই বাজারের দোকানদারদের শরীরে সংক্রমণ ছড়িয়েছে।”

অনেকের বক্তব্য, বাদুড় বা ওই জাতীয় প্রাণীর শরীর থেকেই কোভিড সংক্রমণ ছড়িয়েছে। এর বাইরে চীনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ল্যাবরেটরিতে তৈরি করে এই ভাইরাস ছড়িয়ে দেয়া হয়েছে।

তবে উহান মার্কেটের ভূমিকা নিয়ে প্রথমবার মুখ খুলল হু। এতোদিন তারা স্পষ্ট করে কিছুই বলেনি। অনেকের বক্তব্য, পৃথিবীর একাধিক রাষ্ট্র হুয়ের এই ‘চীনের সুরে কথা বলা’কে ভালো ভাবে নেয়নি। মার্কিন অনুদান বন্ধ হয়েছে। ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপর চাপ তৈরি হয়েছিল। তাদের মতে, সেই চাপের ফলেই এতোদিন পর উহানের বাজারের ভূমিকা সম্পর্কে স্পষ্ট বক্তব্য জানাল হু।

আন্তর্জাতিক