Friday || April 26, 2024 Online Tech News Portal
img

জার্মানিতে করোনা মহামারীর প্রথম পর্যায় শেষ : মেরকেল

Posted on : 2020-05-07 07:09:38

News Source : বাংলাদেশ প্রতিদিন, ৭ মে, ২০২০ ১২:২৫

জার্মানিতে করোনা মহামারীর প্রথম পর্যায় শেষ : মেরকেল

জার্মানিতে করোনাভাইরাস মহামারীর প্রথম পর্যায় শেষ হয়েছে উল্লেখ করে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বলেছেন, এ মহামারী থেকে নিষ্কৃতি পাওয়া এখনো অনেক দূরের পথ। বুধবার এক ভিডিও কনফারেন্সে তিনি জানান, জার্মানিতে করোনাভাইরাস মহামারীর প্রথম পর্যায় শেষ হয়েছে। এ সময় আরও কিছু বিধি শিথিলের পদক্ষেপ নেয়ার ঘোষণা দেন অ্যাঙ্গেলা মেরকেল। তার মতে, জার্মানির মানুষ এতদিন বিধিনিয়ম মেনে চলায় তার সুফল পাওয়া যাচ্ছে।

জার্মানিতে করোনাভাইরাসে ৭ হাজারের কম মানুষের মৃত্যু হয়েছে। এ সংখ্যা যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স এবং স্পেনের তুলনায় কম। ফলে অন্যান্য দেশের তুলনায় জার্মানির অবস্থা ভাল বলেই মনে করছেন সেখানকার রাজ্যের নেতারা।

অ্যাঙ্গেলা মেরকেল বলেন, আমরা অনেকটা নিশ্চিত করেই বলতে পারি যে, মহামারীর একেবারে প্রারম্ভিক ধাপটি আমরা পেরিয়ে এসেছি। এ মহামারী থেকে নিষ্কৃতি পাওয়া এখনো অনেক দূরের পথ। চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল এরই মধ্যে ১৬ রাজ্যের নেতাদের সঙ্গে আলোচনা করে সামাজিক দূরত্ব বিধি ৫ জুন পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি অর্থনীতি সচল করতে বেশকিছু বিধিনিষেধ তুলে নেওয়ারও সিদ্ধান্ত নিয়েছেন।

আন্তর্জাতিক