Saturday || April 27, 2024 Online Tech News Portal
img

শরীরে উপস্থিত করোনাকে নিষ্ক্রিয় করার অ্যান্টিবডি তৈরি দাবি ইসরায়েলের

Posted on : 2020-05-06 04:43:21

News Source : বাংলাদেশ প্রতিদিন, ৬ মে, ২০২০ ০৬:০৮

শরীরে উপস্থিত করোনাকে নিষ্ক্রিয় করার অ্যান্টিবডি তৈরি দাবি ইসরায়েলের

করোনায় কাঁপছে গোটা বিশ্ব। বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে এখনও আবিষ্কৃত হয়নি করোনার ভ্যাকসিন। পৃথিবীর বিভিন্ন দেশ ভ্যাকসিন তৈরির চেষ্টায় রয়েছে। এর মধ্যেই বড় ঘোষণা ইসরায়েলের।

শরীরে উপস্থিত করোনাকে নিষ্ক্রিয় করবে এমন অ্যান্টিবডি নাকি তৈরি করে ফেলেছে তারা। এমনটাই দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী নাফতাই বেন্নেট। করোনা পজিটিভ রোগীদের শরীরের কোষ নিয়ে এমন অ্যান্টিবডি তৈরি করা হয়েছে বলে দাবি তার।

এই অ্যান্টিবডি মানব শরীরে ঢুকিয়ে ট্রায়াল করা হয়েছে কিনা সেটা স্পষ্ট করেননি তিনি, তবে ইজরায়েল প্রতিরক্ষা মন্ত্রালয়ের দাবি, এই অ্যান্টিবডি করোনা প্রতিরোধের বড় হাতিয়ার হতে পারে। করোনাভাইরাস প্রতিরোধী এই অ্যান্টিবডি বানিয়েছে ইসরায়েল ইনস্টিটিউট ফর বায়োলজিক্যাল রিসার্চ।
গবেষকরা জানান, এই অ্যান্টিবডি হল মোনোক্লোনাল। অর্থাৎ সংক্রমণ সারিয়ে সুস্থ কোভিড রোগীর দেহকোষে যে অ্যান্টিবডি তৈরি হয় তার থেকে ক্লোনিং করে এই অ্যান্টিবডি তৈরি করা হয়েছে ল্যাবরেটরিতে। এক্ষেত্রে একটি কোষ থেকে এমন অ্যান্টিবডির ক্লোন করা হয়েছে। পলিক্লোনাল অ্যান্টিবডি তৈরির প্রক্রিয়া অনেক। সেক্ষেত্রে সারা অনেক বেশি সংখ্যক দেহকোষ নিয়ে স্ক্রিনিং করতে হয়। তাতে সময় লাগে অনেক।

কীভাবে কাজ করবে এই মোনোক্লোনাল অ্যান্টিবডি? গবেষকরা জানিয়েছেন, সংক্রামিতের শরীরে যে ভাইরাল প্রোটিনগুলো ছড়িয়ে পড়তে থাকে তাকে নিষ্ক্রিয় করে দেবে এই অ্যান্টিবডি। শরীরে ঢুকলে ভাইরাসকে আক্রমণ করবে সে। আরএনএ ভাইরাসের প্রতিলিপি তৈরি করে গোটা শরীরে ছড়িয়ে পড়ার প্রক্রিয়া থামিয়ে দেবে। ভাইরাল প্রোটিন তার কাজ করার ক্ষমতা হারালে আর কোষের মধ্যে ঢুকতে পারবে না। ফলে সংক্রমণও থেমে যাবে।

আন্তর্জাতিক