Friday || April 26, 2024 Online Tech News Portal
img

লকডাউন শিথিল করল ইতালি, কাজে ফিরছে লাখো মানুষ

Posted on : 2020-05-05 04:49:59

News Source : বাংলাদেশ প্রতিদিন, ৫ মে, ২০২০ ১০:৩২

লকডাউন শিথিল করল ইতালি, কাজে ফিরছে লাখো মানুষ

রোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর হার কমতে থাকায় লকডাউন শিথিল করেছে ইতালি।

বিবিসি জানায়, সোমবার ইতালির রেস্তোরাঁগুলো খোলার অনুমতি পেয়েছে। তবে সেখানে বসে খাওয়া বা পান করা যাবে না। খাবার নিয়ে বাসায় বা অফিসে খেতে হবে। পার্কগুলো খুলছে আবারও। মানুষ বাইরে গিয়ে ব্যায়াম করার অনুমতি পেয়েছে। মাস্ক পরিহিত অবস্থায় আত্মীয়দের সঙ্গে দেখা করতে পারছেন তারা। শেষকৃত্যের অনুষ্ঠান ফের চালু হচ্ছে। তবে সর্বাধিক ১৫ জন এতে উপস্থিত থাকতে পারবেন। কিছু ব্যবসাও সচল হতে যাচ্ছে।

এদিক, লকডাউন শিথিল হওয়ায় প্রায় ৪০ লাখ মানুষ কাজে যোগ দিতে যাচ্ছেন। তবে লকডাউনে অর্থনৈতিক কার্যক্রম বন্ধ থাকায় চলতি বছর ইতালির অর্থনীতি ৯ শতাংশ পর্যন্ত সঙ্কুচিত হতে পারে। অনেক ব্যবসা প্রতিষ্ঠানই ফের চালু না হওয়ার আশঙ্কা রয়েছে, যা দেশটির অর্থনীতিতে গভীর প্রভাব ফেলবে।
উল্লেখ্য, ইতালিতে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ২ লাখ ১১ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ২৯ হাজারের বেশি মানুষের।

আন্তর্জাতিক