Saturday || June 12, 2021 Online Tech News Portal
img

এমন ঈদ কখনও দেখেনি সৌদিবাসী, মক্কা-মদিনাতে নেই ঈদ জামাত!

Posted on : 2020-05-24 01:12:09

News Source : বাংলাদেশ প্রতিদিন, ২৪ মে, ২০২০ ১০:৩১

এমন ঈদ কখনও দেখেনি সৌদিবাসী, মক্কা-মদিনাতে নেই ঈদ জামাত!

সৌদি আরবে আজ এক অন্যরকম ঈদ উদযাপিত হচ্ছে। সেখানে নেই কোনো উৎসবের আমেজ। এমনকি করোনা মহামারীর কারণে এ বছর মক্কা-মদিনাসহ দেশটির কোথাও ঈদের জামাতের আয়োজন করা হয়নি।

সৌদি আরবে গত দু'মাস ধরে মসজিদে জামাতে নামাজ আদায় বন্ধ রয়েছে। এ কারণে এবারই প্রথম রমজান মাসে মসজিদে তারাবির নামাজ পড়া থেকে বঞ্চিত হন দেশটির ধর্মপ্রাণ মুসলমানরা।

সৌদি আরবে প্রতিবছর কয়েক লাখ মুসল্লির উপস্থিতিতে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় মসজিদুল হারাম এবং মসজিদে নববীতে। কিন্তু করোনা মহামারীর কারণে এ বছর মক্কা মদিনায় ঈদের জামাত হচ্ছে না। এমন অবস্থার মধ্যে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন স্থানীয়দের পাশাপাশি দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

আন্তর্জাতিক