Friday || April 26, 2024 Online Tech News Portal
img

করোনাভাইরাস: বন্যপ্রাণী ‘খেতে পারবে না’ উহানবাসী

Posted on : 2020-05-21 07:27:01

News Source : বাংলাদেশ প্রতিদিন, ২১ মে, ২০২০ ০৯:৫৪

করোনাভাইরাস: বন্যপ্রাণী ‘খেতে পারবে না’ উহানবাসী

চীনের সীমানা পেরিয়ে বিশ্বব্যাপী তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাসের হানায় সারাবিশ্বে বেড়েই চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এদিকে, এবার বন্যপ্রাণীর বাণিজ্যে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে চীনের উহান শহর কর্তৃপক্ষ।

বুধবার হুবেই প্রদেশের রাজধানী উহানের স্থানীয় কর্তৃপক্ষ এক ঘোষণায় জানায়, উহানে বন্যপ্রাণী বেচা-কেনা থেকে শুরু করে সব ধরণের বাণিজ্যিক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এর ফলে উহানে বন্যপ্রাণী খাওয়াও বন্ধ হচ্ছে। খবরটি প্রকাশ করছে সিবিএস নিউজ।

নিষেধাজ্ঞার অংশ হিসেবে শহর কর্তৃপক্ষ সকল প্রকার বন্যপ্রাণীর খামারও বন্ধ করে দিয়েছে। এছাড়া উপযুক্ত কারণ ছাড়া বন্যপ্রাণীর শিকার নিষিদ্ধ করা হয়েছে। ফলে নিষেধাজ্ঞার আওতায় পড়া বন্যপ্রাণীর খামারিদের সহায়তা দিতে সরকারি প্রণোদনা চালু করা হয়েছে।

আন্তর্জাতিক