Wednesday || April 24, 2024 Online Tech News Portal
img

যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের

Posted on : 2020-05-18 07:30:41

News Source : ইত্তেফাক, ১১:০৬, ১৮ মে, ২০২০

যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলাগামী ইরানি তেল ট্যাংকারের গতিপথ রোধ করার চেষ্টা করলে তার পরিণাম ভালো হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেহরান। রবিবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে লেখা এক চিঠিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।

চিঠিতে জারিফ বলেন, ভেনিজুয়েলাগামী ইরানি তেল ট্যাংকারের চলাচলে বিঘ্ন সৃষ্টি করতে যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান সাগরে নৌবাহিনী পাঠিয়েছে।

তিনি বলেন, ইরানি তেল ট্যাংকারের গতিরোধ করে দেয়ার যে হুমকি মার্কিন কর্মকর্তারা দিয়েছেন তা বেআইনি, বিপজ্জনক ও উসকানিমূলক। এ কাজ জলদস্যুতা ছাড়া আর কিছু নয় যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য বড় ধরনের বিপদ সৃষ্টি করবে।

গুতেরেসকে লেখা চিঠিতে জারিফ আরো বলেন, আমেরিকাকে বলদর্পিতা পরিহার করে আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান জানাতে হবে এবং আন্তর্জাতিক পানিসীমায় নির্বিঘ্নে জাহাজ চলাচল করতে দিতে হবে।

চিঠিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, যুক্তরাষ্ট্র যে হুমকি সৃষ্টি করতে চাচ্ছে তার মোকাবিলায় ইরান উপযুক্ত ব্যবস্থা নেবে এবং এর যেকোনো পরিণতির দায় যুক্তরাষ্ট্রকে নিতে হবে।

এদিকে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী তেহরানে নিযুক্ত সুইস রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে একই রকম সতর্ক করে দিয়েছেন। ইরানের সতর্কবার্তা ওয়াশিংটনের কাছে পৌঁছে দেয়ার জন্য সুইস রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্ক না থাকায় তেহরানস্থ সুইস দূতাবাস ইরানে মার্কিন স্বার্থ দেখাশুনা করে। পার্স টুডে।

আন্তর্জাতিক