Thursday || April 25, 2024 Online Tech News Portal
img

করোনা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভার্চ্যুয়াল অধিবেশন

Posted on : 2020-05-18 07:13:53

News Source : আমাদের সময়, ১৮ মে ২০২০ ১২:৪৮ | আপডেট: ১৮ মে ২০২০ ১৩:০৪

করোনা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভার্চ্যুয়াল অধিবেশন

করোনাভাইরাস মহামারি নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের রেষারেষির মধ্যেই ভার্চ্যুয়াল অধিবেশন শুরু করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আজ সোমবার থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে দুই দিনব্যাপী এই ভার্চ্যুয়াল অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এনপিআর জানিয়েছে, করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় জোরালো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে চীন-যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব বাধা হয়ে দাঁড়াতে পারে। তবে সদস্য দেশগুলোর ঐকমত্যের ভিত্তিতে একটি প্রস্তাব গ্রহণের বিষয়েও আশা রয়েছে। ডব্লিউএইচওর এটাই প্রথম ভার্চ্যুয়াল অধিবেশন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধিবেশন সাধারণত তিন সপ্তাহব্যাপী হয়ে থাকে। তবে এবার শুধু করোনাভাইরাস নিয়ে আলোচনার জন্য দুই দিনের ভার্চ্যুয়াল অধিবেশন হচ্ছে। এবারের অধিবেশনে কয়েকজন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান, স্বাস্থ্যমন্ত্রী ও অন্যান্য শীর্ষ নেতৃত্ব যুক্ত হচ্ছেন।

গত শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, ১৯৪৮ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠার পর থেকে এ সম্মেলন অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন হতে যাচ্ছে।

সম্মেলনে বর্তমান পরিস্থিতি মোকাবিলায় বৈশ্বিক পদক্ষেপ-সংক্রান্ত কোনো চুক্তিতে পৌঁছানোর বিষয়টিতে বিশ্বের বড় দুই অর্থনীতির দেশের মধ্যে দ্বন্দ্বের বিষয়টি হুমকি হয়ে রয়েছে।

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা বলেছেন। ভাইরাসটি চীনা ল্যাবে উৎপত্তি হয়েছে-এমন প্রমাণহীন দাবিও করেছেন তিনি। চীনের হয়ে কাজ করার ও মহামারির বিষয়টিকে প্রথম দিকে গুরুত্ব না দেওয়ার অভিযোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অর্থায়ন বন্ধের ঘোষণাও দেন ট্রাম্প।

উত্তেজনা সত্ত্বেও সদস্য দেশগুলো মহামারির বিরুদ্ধে একটি সম্মিলিত প্রতিক্রিয়ার আহ্বান জানিয়ে ঐকমত্যের মাধ্যমে একটি প্রস্তাব গ্রহণ করার বিষয়ে আশাবাদী। এ প্রস্তাব আনছে ইউরোপিয়ান ইউনিয়ন। তারা কোভিড সংকট নিয়ে আন্তর্জাতিক প্রতিক্রিয়ার নিরপেক্ষ, স্বাধীন এবং ব্যাপক মূল্যায়ন করার আহ্বান জানিয়েছে।

পরিসংখ্যানভিত্তিক সংবাদমাধ্যম ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সারা বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৮ লাখ ৫ হাজার ২২৯ জন। মারা গেছেন ৩ লাখ ১৬ হাজার ৭৩২ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ লাখ ৬০ হাজার ৫৬ জন।

আন্তর্জাতিক