Friday || March 29, 2024 Online Tech News Portal
img

ভারতকে ২.৬ মিলিয়ন ডলার মূল্যের ২০০টি ভেন্টিলেটর দিচ্ছে যুক্তরাষ্ট্র

Posted on : 2020-05-16 08:39:31

News Source : বাংলাদেশ প্রতিদিন, ১৬ মে, ২০২০ ১৪:২২

ভারতকে ২.৬ মিলিয়ন ডলার মূল্যের ২০০টি ভেন্টিলেটর দিচ্ছে যুক্তরাষ্ট্র

করোনাভাইরাস মোকাবেলায় ভারতকে ২.৬ মিলিয়ন ডলার মূল্যের (১৯২ মিলিয়ন রুপি) ২০০টি ভেন্টিলেটর দিচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী তিন সপ্তাহের মধ্যে তা ভারতে পৌঁছাবে। যুক্তরাষ্ট্রের দেওয়া এসব ভেন্টিলেটনের প্রতিটির দাম পড়ছে ১৩ হাজার ডলার (৯.৬ লাখ রুপি)। এর সঙ্গে যুক্ত হবে পরিবহন খরচ।

আজ শনিবার হিন্দুস্থান টাইমস এ খবর প্রকাশ করেছে।

বন্ধুরাষ্ট্র ভারতকে ভেন্টিলেটর দেওয়ার বিষয়ে টুইট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনার ভ্যাকসিন তৈরিতেও ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্র সহযোগী হয়ে কাজ করবে বলেও টুইটারে জানিয়েছেন ট্রাম্প।
করোনা সংক্রমণে চীনকেও ছাড়িয়ে গেছে ভারত। দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ৭০০, চীনে তা ৮২ হাজার ৯৩৩।

আন্তর্জাতিক