Wednesday || April 24, 2024 Online Tech News Portal
img

করোনা নিয়ে গুজব ছড়ালে সোয়া ২ কোটি টাকা জরিমানা!

Posted on : 2020-05-14 05:47:57

News Source : আমাদের সময়, ১৪ মে ২০২০ ০৮:৫৯ | আপডেট: ১৪ মে ২০২০ ০৯:১৭

করোনা নিয়ে গুজব ছড়ালে সোয়া ২ কোটি টাকা জরিমানা!

করোনাভাইরাসের সংক্রমণ রুখতে কঠোর অবস্থানে রয়েছে সৌদি আরব। সংক্রমণের পাশাপাশি করোনাভাইরাস নিয়ে গুজব ঠেকাতেও কঠোর পদক্ষেপ নিয়েছে দেশটি। সৌদিতে করোনা নিয়ে কেউ যদি গুজব ছড়ায় তাহলে তাকে সোয়া ২ কোটি টাকা পর্যন্ত জরিমানা করা হবে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গত মঙ্গলবার এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, যে ব্যক্তি করোনাভাইরাস সংক্রান্ত কোনো মিথ্যা সংবাদ সোশ্যাল মিডিয়ায় প্রচার করবে, যারা প্রপাগান্ডা ছড়াবে, তাদের ১ লাখ থেকে ১০ লাখ রিয়াল (২ লাখ ৩০ হাজার থেকে ২ কোটি ৩০ লাখ টাকা) পর্যন্ত জরিমানা করা হবে।

জরিমানার পাশাপাশি তাদের এক বছর থেকে ৫ বছরের জেল দেওয়া হবে। এমনকি জেল ও জরিমানা উভয় শাস্তিও দেওয়া হতে পারে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

সংবাদমাধ্যম আরব নিউজ জানিয়েছে, ঈদের আগ পর্যন্ত সৌদিতে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সব অর্থনৈতিক কর্মকাণ্ড চালু রাখা যাবে। তবে পবিত্র মক্কা নগরী এবং এর আশপাশের এলাকাগুলোতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ জারি থাকবে।

এদিকে, করোনাভাইরাসের প্রাদুর্ভব ঠেকাতে নতুন কিছু নিয়ম বেঁধে দিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নাগরিক ও প্রবাসীদের নিয়মগুলো গুরুত্ব সহকারে মানতে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, সৌদি আরবে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৮৩০ জন। মারা গেছেন ২৭৩ জন।

আন্তর্জাতিক