Friday || April 19, 2024 Online Tech News Portal
img

নিউইয়র্কে শাটডাউনের মেয়াদ বাড়ালো ১৫ মে পর্যন্ত

Posted on : 2020-04-17 06:50:55

News Source : ইত্তেফাক, ১২:৩৮, ১৭ এপ্রিল, ২০২০

নিউইয়র্কে শাটডাউনের মেয়াদ বাড়ালো ১৫ মে পর্যন্ত

নিউইয়র্কের গভর্নর অ্যান্ডু কোমো আগামী ১৫মে পর্যন্ত এ রাজ্যের শাটডাউনের মেয়াদ বাড়ানোর নির্দেশ দিয়েছেন। উপাত্ত তুলে ধরে তিনি বলেন, করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি ঘটতে দেখা যাচ্ছে। তবে এক্ষেত্রে আরো ভালো ফলাফল পেতে নজরদারি বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।


গভর্নর হাসপাতাল ও আইসিইউতে রোগী ভর্তি কমছে বলে বৃহস্পতিবার উল্লেখ করেন। প্রতিদিনের ব্রিফিংকালে কোমো বলেন, ‘আমি লক্ষ্য করছি যে আক্রান্তের হার অনেক কমে গেছে।’ তিনি জানান, যুক্তরাষ্ট্রের কোভিড-১৯ ভাইরাসের উৎপত্তি কেন্দ্রে আরো ৬০৬ জন মারা গেছে। বিগত ১০ দিনের মধ্যে প্রাত্যহিক হিসাবে এ সংখ্যা সর্বনিম্ন।

কোমো বলেন, আশার কথা হলো নিউইয়র্ক রাজ্য সবচেয়ে বেশি করোনাভাইরাসে আক্রান্ত নিউজার্সি ও মিশিগানে ১শ’টি করে এবং মেরিল্যান্ডে ৫০টি ভেন্টিলেটর অনুদান দেবে। নিউইয়র্কে কোভিড-১৯ ভাইরাসে কমপক্ষে ১১ হাজার ৫৮৬ জন মারা গেছে এবং ৫ লাখেরও বেশি লোক আক্রান্ত হয়েছে। সূত্র: এএফপি

আন্তর্জাতিক