Friday || March 29, 2024 Online Tech News Portal
img

নতুন হটস্পট ব্রাজিল, ২৪ ঘণ্টায় করোনায় ৮৮১ জনের মৃত্যু

Posted on : 2020-05-13 07:29:03

News Source : বাংলাদেশ প্রতিদিন, ১৩ মে, ২০২০ ১২:০৯

নতুন হটস্পট ব্রাজিল, ২৪ ঘণ্টায় করোনায় ৮৮১ জনের মৃত্যু

করোনাভাইরাসের আক্রান্ত ও মৃতের সংখ্যা হু ‍হু করে বাড়ছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। বলা যায় নতুন হটস্পট হয়ে দাঁড়িয়েছে ব্রাজিল। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর রেকর্ড হয়েছে দেশটিতে। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে ৮৮১ জনের মৃত্যুর খবর দেওয়া হয়েছে।

এখন পর্যন্ত ১২ হাজার ৪শ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৫৮৯ জন মানুষ। শুধুমাত্র ২৪ ঘণ্টায় করোনা পজেটিভ এসেছে ৯ হাজার ২৫৮ জন মানুষের। আক্রান্তের সংখ্যার দিকে দিয়ে বিশ্বে ষষ্ঠ অবস্থানে রয়েছে ব্রাজিল।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, স্পেনের পরেই ব্রাজিলের অবস্থান। ওয়াশিংটনে একটি ব্রিফিংয়ে প্যান আমেরিকান স্বাস্থ্য সংস্থার কমিউনিকেবল রোগ বিভাগের প্রধান মার্কোস এসপিনাল বলেন, বেশ কয়েক দিন ধরে ব্রাজিলের যে পরিস্থিতি তা উদ্বেগ তৈরি করছে। বিশেষজ্ঞরা বলছেন ব্রাজিলে এ সংখ্যা আরো অনেক বেশি। গত সপ্তাহে প্রকাশ পাওয়া গবেষণার লেখক ডোমিংগো আলভেস বলছেন, হাসপাতাল থেকে ছাড় পাওয়া মানুষের পরিসংখ্যান বলছে দেশে প্রকৃত সংক্রমণের সংখ্যা সরকারী হিসেবের চেয়ে ১৫ গুণ বেশি।

আন্তর্জাতিক