Friday || March 29, 2024 Online Tech News Portal
img

সৌদি আরবে ঈদের ৫ দিন লকডাউন ঘোষণা

Posted on : 2020-05-13 04:08:34

News Source : বাংলাদেশ প্রতিদিন, ১৩ মে, ২০২০ ০৭:৪৯

সৌদি আরবে ঈদের ৫ দিন লকডাউন ঘোষণা

আসন্ন ঈদুল ফিতরের আগের দিন থেকে (২৩ মে থেকে ২৭ মে পর্যন্ত) মোট ৫ দিন সৌদি আরব জুড়ে লকডাউনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। করোনার বিস্তার ঠেকাতে এই পদক্ষেপ বলে জানিয়ে বিবৃতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, গত ২৬ এপ্রিল মক্কা ও এর আশপাশের এলাকা বাদে অন্যসব জায়গায় কারফিউ শিথিল করা হয়েছিলো সেটির সময়সীমা ১৩ মে থেকে বৃদ্ধি করে ২২ মে পর্যন্ত করা হয়েছে। এর আওতায়ই ৯টা-৫টা নাগাদ মানুষজন চলাচল এবং দোকানপাট খোলা রাখতে পারবে।

মক্কায় এখন পূর্ণ কারফিউ বহাল আছে বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘এসপিএ’-তে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে।
এর আগে ২ এপ্রিলের দিকে সৌদি আরবের রাজধানী রিয়াদ, মক্কাসহ অন্য বড় শহরগুলোতে ২৪ ঘণ্টার কারফিউ জারি হয়েছিল। প্রাথমিকভাবে শহরগুলোতে ১৫ ঘণ্টার কারফিউ জারির পর তা বাড়ানো হয়েছিল।

কিন্তু রমজান মাসের শুরুতে তা শিথিল করা হয়। তবে করোনাভাইরাসের প্রকোপ বেশি এমন এলাকাগুলো পূর্ণ লকডাউনেই রাখা হয়েছিল।

সৌদি আরবে এ পর্যন্ত মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ৯২৫ এবং মারা গেছে ২৬৪ জন।

আন্তর্জাতিক