Friday || June 25, 2021 Online Tech News Portal
img

আফ্রিকায় করোনা; ঘানার মাছের বাজারে এক ব্যক্তি ছড়াল ৫৩৩ জনের শরীরে

Posted on : 2020-05-12 11:22:00

News Source : বাংলাদেশ প্রতিদিন, ১২ মে, ২০২০ ১০:৫২

আফ্রিকায় করোনা; ঘানার মাছের বাজারে এক ব্যক্তি ছড়াল ৫৩৩ জনের শরীরে

পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় একটি মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানায় করোনা আক্রান্ত এক শ্রমিক থেকে ভাইরাসটি আরও ৫৩৩ জনে সংক্রমিত হয়েছে। যা দেশটিতে মোট আক্রান্তের ১১.৩ শতাংশ। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৭০০ জন।

স্থানীয় সময় রবিবার টেলিভিশনে এক ভাষণে দেশটির প্রেসিডেন্ট নানা আকুফো-আদ্দো এ তথ্য জানিয়েছেন।

ঘানার টেমা শহরে দুইটি বড় মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানা রয়েছে। এর একটির মালিকানায় থাই ইউনিয়ন গ্রুপ পিসিএল। কারখানাটি টিনজাত টুনা মাছ প্রস্তুতে বিশ্বে শীর্ষে অবস্থান করছে। এটি ছাড়া কসমো সি ফুড কম্পানি লিমিটেড নামে একটি স্থানীয় কারখানা রয়েছে।
নতুন ৫৩৩ জন করোনা রোগী টুনা মাছের কারখানায় শনাক্ত হয়েছে। এরপর কসমো সি ফুডের বেশ কয়েকজন শ্রমিকেরও শরীরে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে।

এ বিষয়ে এখনও পর্যন্ত কারখানা দুটির কর্তৃপক্ষ থেকে কোনো বক্তব্য আসেনি।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটার জানিয়েছে, দেশটিতে এ পর্যন্ত করোনায় ২২ জন মারা গেছেন। সুস্থ হয়ে উঠেছেন ৪৯৪ জন। হাসপাতালে চিকিৎসাধীন ৪ হাজার ১৮৪ জন। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

আন্তর্জাতিক