Thursday || March 28, 2024 Online Tech News Portal
img

‘করোনা ভ্যাকসিনের তথ্য চুরির চেষ্টা করছে চীন’

Posted on : 2020-05-12 05:19:22

News Source : বাংলাদেশ প্রতিদিন, ১২ মে, ২০২০ ০৮:২৯

‘করোনা ভ্যাকসিনের তথ্য চুরির চেষ্টা করছে চীন’

ফের চীনের বিরুদ্ধে সরব আমেরিকা। প্রসঙ্গ সেই করোনা। তবে এবার বিষয়বস্তু বদলে করোনার ভ্যাকসিন।

ওয়াল স্ট্রিট জার্নাল এবং নিউইয়র্ক টাইমসে প্রকাশিত প্রবেদন থেকে জানা যায়, ইউএস ফেডারাল ইনভেস্টিগেশন ব্যুরো এবং সাইবারসিকিউরিটি বিশেষজ্ঞরা মনে করছেন করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির গবেষণার তথ্য চুরি করার চেষ্টা করছে চীনের হ্যাকাররা।

এতে আরও বলা হয়, মার্কিন মুলুকে সরকারি ও বেসরকারি যেসব সংস্থাগুলো কোভিড-১৯ এর ভ্যাকসিন তৈরির চেষ্টা করছে, তাদেরকে চীনা হ্যাকিং সম্পর্কে একটি ওয়ার্নিং নোটিশ দিতে পারে এফবিআই এবং হোমল্যান্ড সিকিউরিটি।
হ্যাকাররা করোনার চিকিৎসা এবং পরীক্ষার জন্য নানান তথ্য চুরি করার চেষ্টা চালাচ্ছে বলে জানানো হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বিস্ফোরক অভিযোগ, ওই হ্যাকারদের সঙ্গে চীনা সরকারের যোগ রয়েছে।

তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝা লিজিয়ান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তিনি জানিয়েছেন, চীন সমস্ত সাইবার হামলার কঠোর বিরোধিতা করে।

পাশাপাশি তিনি জানিয়েছেন, চীন করোনার চিকিৎসা এবং ভ্যাকসিন গবেষণায় বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। কোনও প্রমাণ ছাড়া গুজব ও অপবাদ দিয়ে চীনকে টার্গেট করা অনৈতিক বলে উল্লেখ করেন তিনি।

অন্যদিকে আমেরিকার বিভিন্ন সংস্থার পক্ষ থেকে পাল্টা সাইবার হামলাও করা হতে পারে বলে মনে করছে বিভিন্ন মহল।

আন্তর্জাতিক