Tuesday || April 23, 2024 Online Tech News Portal
img

আগে মানুষ বাঁচুক, পরে উৎসব : মমতাকে ইমামদের চিঠি

Posted on : 2020-05-11 07:54:14

News Source : আমাদের সময়, ১১ মে ২০২০ ০৯:৩৩ | আপডেট: ১১ মে ২০২০ ১২:০৮

আগে মানুষ বাঁচুক, পরে উৎসব : মমতাকে ইমামদের চিঠি

চলছে পবিত্র রমজান মাস। বিশ্বের নানা প্রান্তে থাকা মুসলিমদের মতো রোজা পালন করছেন ভারতের পশ্চিমবঙ্গের মুসলিমরাও। রোজা শেষ হলেই আসবে খুশির ঈদ। তবে করোনাভাইরাসের সংক্রমণ রুখতে ঈদের মধ্যেও লকডাউন জারি করার অনুরোধ জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে চিঠি দিয়েছে রাজ্যটির ইমামদের সংগঠন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, আগামী ২৫ তারিখে ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মাঝে লকডাউনে ঈদের কেনাকাটা করতে পারছেন না পশ্চিমবঙ্গের মুসলিমরা। ঈদের আগে লকডাউন শিথিলও হতে পারে। তবে তাতে আপত্তি রাজ্যটির ইমামদের। তাদের কথা, আগে মানুষ বাঁচুক, পরে উৎসব। এ জন্য ঈদের মধ্যেও পশ্চিমবঙ্গে লকডাউন শিথিল না করার আহ্বান জানিয়ে মমতা বন্দোপাধ্যায়কে চিঠি দিয়েছেন তারা।

চিঠির একটি অংশে লেখা রয়েছে, ‘পশ্চিমবঙ্গের স্বার্থে অন্তত ৩০ মে পর্যন্ত লকডাউন বাড়িয়ে দিন। আগে মানুষ বাঁচুক, তারপর উৎসব। আমরা এত ত্যাগ করেছি, আরও করব।’

পশ্চিমবঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৮৫ জনের মৃত্যু হয়েছে। এ ভাইরাসে রাজ্যটির ১ হাজার ৭৮৬ জন আক্রান্ত হয়েছে। আর করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৭২ জন।

আন্তর্জাতিক