Saturday || April 20, 2024 Online Tech News Portal
img

মানুষকে ঘরে থাকতে বলে পার্কে হাঁটছেন বরিস!

Posted on : 2020-05-10 15:55:28

News Source : বাংলাদেশ প্রতিদিন, ১০ মে, ২০২০ ২০:১২

মানুষকে ঘরে থাকতে বলে পার্কে হাঁটছেন বরিস!

সবে করোনা আক্রান্তমুক্ত হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সম্প্রতি তাকে পার্কে হাঁটতে দেখা গেছে। অথচ তিনি নিজে সারাদিন মানুষকে ঘরে থাকতে বলছেন।

ডেইলি মিরর জানিয়েছে, ৫৫ বছর বয়সী বরিস শনিবার সকালে সেন্ট্রাল লন্ডনের সেন্ট জেমস পার্কের কয়েকজন পথচারীর চোখে পড়েন।

এক পথচারীর সঙ্গে বরিস কিছুক্ষণ কথাও বলেন। এসময় তার কয়েক হাত দূরে একজন মাত্র সঙ্গীকে দেখা যায়। তিনি বডিগার্ড হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
আমেরিকা, ইতালির মতো করোনায় ব্রিটেনও রীতিমতো দিশেহারা। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ২ লাখ ১৫ হাজার ২৬০ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩১ হাজার ৫৮৭ জন।

বরিস আক্রান্ত হন গত ২৭ মার্চ। সুস্থ হওয়ার পর নিজেই জানিয়েছেন, ডাক্তাররা ভেবেছিলেন তিনি হয়তো মারা যাবেন।

বরিস সাধারণ মানুষকে সচেতন করতে শেষ টুইটে লিখেছেন, ‘সুরক্ষিত থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ছুটিতে সবাই দয়া করে বাড়িতে থাকুন।’

পথচারীদের সঙ্গে ‘স্যুটেড-বুটেড’ বরিসের কপির কাপ হাতে কী কথা হয়েছে, সেটি জানাতে পারেনি মিরর।

প্রতিবেদনে বলা হয়েছে, আলাপের সময় পাশের এক নারীকে হাসতে দেখা গেছে।

আন্তর্জাতিক