Friday || April 19, 2024 Online Tech News Portal
img

স্বাস্থ্য ব্যবস্থায় দুর্বলতার কথা স্বীকার করলো চীন

Posted on : 2020-05-10 15:45:25

News Source : আমাদের সময়, ১০ মে ২০২০ ১৩:৪৮ | আপডেট: ১০ মে ২০২০ ১৪:৫০

স্বাস্থ্য ব্যবস্থায় দুর্বলতার কথা স্বীকার করলো চীন

সাধারণত ভুল স্বীকার করা কিংবা নিজেদের সমালোচনা করার বিষয়টি চীনের নেতাদের ক্ষেত্রে বেশ বিরল। তবে সম্প্রতি দেশটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, করোনাভাইরাস মহামারি একটি বড় পরীক্ষা যা চীনের জনস্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতাকে প্রকাশ করেছে।

অনেকটা বিরল এই স্বীকারোক্তি করেছেন চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের পরিচালক লি বিন। করোনাভাইরাসের বিরুদ্ধে চীনের প্রাথমিক পদক্ষেপ নিয়ে নানা সমালোচনা তৈরি হওয়ার পর এই মন্তব্য আসলো।

উহানে ভাইরাসটির প্রাদুর্ভাবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেরি করা এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রাদুর্ভাব সম্পর্কে সতর্ক করতে ব্যর্থ হয়েছে বলে সমালোচনার শিকার হয়েছে চীন।

তবে চীন সচরাচর নিজেদের পক্ষেই সাফাই গেয়ে থাকে। দেশটির এমন সংস্কৃতির বিপরীতে দাঁড়িয়ে লি বিন বলেন, চীন এখন রোগ প্রতিরোধ ব্যবস্থা, জনস্বাস্থ্য ব্যবস্থা এবং তথ্য সংগ্রহ ব্যবস্থার উন্নয়ন ঘটাবে।

সাংবাদিকদের তিনি বলেন, ‌‘চীনের শাসন ব্যবস্থার জন্য একটি উল্লেখযোগ্য চ্যালেঞ্জ ছিল এই মহামারি। আর বড় ধরনের মহামারি সামাল দেওয়ার ক্ষেত্রে জনস্বাস্থ্য ব্যবস্থার মধ্যকার দুর্বলতাকে এটি সামনে নিয়ে এসেছে।’

ভাইরাসটি সম্পর্কে কর্তৃপক্ষকে ডিসেম্বর মাসেই সতর্ক করতে চেয়েছিলেন চিকিৎসক লি ওয়েনলিয়াং। অথচ তাকে ‘মিথ্যা তথ্য বানাতে’ নিষেধ করা হয়। পরে ওই চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে উহানের একটি হাসপাতালে মারা যান। এ নিয়েও চীনকে সমালোচনার শিকার হতে হয়েছে।

ভাইরাসের উৎপত্তি নিয়ে স্বাধীন আন্তর্জাতিক তদন্তের আহ্বানও নাকচ করে দিয়েছে চীন।

বিরল স্বীকারোক্তি
বিবিসির এশিয়া প্রশান্ত মহাসাগরীয় এলাকার এডিটর সেলিয়া হ্যাটন বলেন, ভুল করার বিষয়টি স্বীকার করাটা চীনের নেতাদের ক্ষেত্রে বেশ বিরল।

দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির বেশ কয়েকজন প্রাদেশিক এবং স্থানীয় কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। তবে দলটির শীর্ষ কোনো নেতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

তবে দেশটির গণমাধ্যমের ওপর সেন্সরশিপ এবং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ শিথিল করার আহ্বানের বিষয়ে কোনো মন্তব্য করেনি বেইজিং।

আন্তর্জাতিক