Saturday || April 20, 2024 Online Tech News Portal
img

পিপিই সংকট নিয়ে কথা বলায় কাজ হারালেন ব্রিটিশ এমপি

Posted on : 2020-05-09 14:48:15

News Source : বাংলাদেশ প্রতিদিন, ৯ মে, ২০২০ ১৯:২৯

পিপিই সংকট নিয়ে কথা বলায় কাজ হারালেন ব্রিটিশ এমপি

বৃটেনের সর্বকনিষ্ঠ এমপি নাদিয়া হুইটোমিকে একটি বৃদ্ধাশ্রম থেকে বহিষ্কার করা হয়েছে। সেখানে তিনি স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতেন এবং বেতনের একটি অংশ তিনি সেখানে দানও করতেন।

সম্প্রতি তাকে ওই বৃদ্ধাশ্রম থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার বৃটিশ গণমাধ্যম নিউজনাইটকে দেয়া এক সাক্ষাৎকারে নাদিয়া নিজেই এ খবর জানান গণমাধ্যমকে।

তার দাবি, তার বিরুদ্ধে এক্সট্রা কেয়ার মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ এনেছে। তবে মিথ্যে বলার অভিযোগ অস্বীকার করেছেন তিনি। গত ২৪ এপ্রিল একই সাক্ষাৎকারে এ কথা তুলে ধরেছিলেন নাদিয়া। বৃদ্ধাশ্রমে পিপিই সংকট নিয়ে কথা বলায়ই তাকে বহিষ্কার করা হয়েছে তার দাবি।
উল্লেখ্য, ব্রিটিশ এমপি নাদিয়া হুইটোমি নিজের এ কাজের বাইরেও স্বেচ্ছাসেবী হয়ে একটি বৃদ্ধাশ্রমে কাজ করতেন। এটি এক্সট্রা কেয়ার নামের একটি সংস্থা দ্বারা পরিচালিত। তিনি নির্বাচিত হওয়ার আগে থেকেই ওই বৃদ্ধাশ্রমে কাজ করতেন। ২৪ বছর বয়স্ক নাদিয়া বৃটেনের সর্বকনিষ্ঠ এমপি। তিনি নটিংহাম কেন্দ্র থেকে জয়ী হয়ে এমপি নির্বাচিত হয়েছেন।

আন্তর্জাতিক