Wednesday || April 24, 2024 Online Tech News Portal
img

মাদুরোকে অপহরণ পরিকল্পনার কথা স্বীকার করল আটক মার্কিন সেনা

Posted on : 2020-05-09 06:32:38

News Source : বাংলাদেশ প্রতিদিন, ৯ মে, ২০২০ ০৮:১৪

মাদুরোকে অপহরণ পরিকল্পনার কথা স্বীকার করল আটক মার্কিন সেনা

ভেনিজুয়েলায় আটক দ্বিতীয় মার্কিন নাগরিকও স্বীকার করেছেন যে, তিনি তার দলবলসহ ভেনিজুয়েলার প্রেসিডেন্ট প্রাসাদে হানা দিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করতে চেয়েছিলেন। ল্যাতিন আমেরিকার এ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে ওই স্বীকারেক্তি সম্প্রচার করা হয় বলে দ্য গার্ডিয়ান জানিয়েছে।

খবরে বলা হয়েছে, আইডেন বারি নামক ওই মার্কিন নাগরিক বলেছেন, তিনি ও তার দল দু’টি মাছ ধরার নৌকায় করে ভেনিজুয়েলার পানিসীমায় প্রবেশ করেন। তাদের মূল লক্ষ্য ছিল বিশেষ অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরোকে অপহরণ করে আমেরিকায় নিয়ে যাওয়া।

এর আগে লুক ড্যানম্যান নামক আটক প্রথম মার্কিন বন্দিও জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, তারা প্রেসিডেন্ট মাদুরোকে অপহরণ করতে এসেছিলেন।
রবিবার ভোরে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে হত্যা বা অপহরণ করতে সাগরপথে স্পিড বোটের সাহায্যে একদল সন্ত্রাসী সেদেশের বন্দর নগরী ‘লা গুয়াইরা’র সমুদ্র সৈকতে পৌঁছালে তাদের বিরুদ্ধে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী, এতে আট সন্ত্রাসী নিহত হয়। ঘটনাস্থল থেকে দুই মার্কিন নাগরিককে আটক করে ভেনিজুয়েলার নিরাপত্তা বাহিনী।

এরপর আমেরিকার সাবেক সেনা জর্দান গুদ্রেয়ো ওই অভিযানে মদদ দেওয়ার কথা প্রকাশ্যে ঘোষণা করেন। আমেরিকার ওই সাবেক সেনা ফ্লোরিডা ভিত্তিক সিলভারকোর্প নামের একটি নিরাপত্তা সংস্থার প্রধান।

আন্তর্জাতিক