Thursday || April 25, 2024 Online Tech News Portal
img

ইরানে ভাইরাস শনাক্ত করার নতুন যন্ত্র

Posted on : 2020-04-15 13:34:11

News Source : নয়া দিগন্ত অনলাইন ১৫ এপ্রিল ২০২০, ১৭:৩৬

ইরানে ভাইরাস শনাক্ত করার নতুন যন্ত্র

ইরানে ইসলামিক রেভলিউশন গার্ড-এর অধিনায়ক বলেছেন, তারা হাতে ধরা চুম্বক শক্তি চালিত একটি যন্ত্র বের করেছেন যা কেউ করোনাভাইরাসে সংক্রমিত কি না তা ১০০ মিটার দূর থেকে ধরতে পারবে। খবরটি জানাচ্ছে তাসনিম সংবাদ সংস্থা।
এই যন্ত্রে ভাইরাসের উপস্থিতি ধরতে একটি চৌম্বক ক্ষেত্র তৈরি করা হয়েছে। যন্ত্রের অ্যানটেনা ১০০ মিটার ব্যাসার্ধ এলাকার যেকোনো স্থান থেকে এই ভাইরাসের উপস্থিতি ধরতে পারবে, এবং পাঁচ সেকেন্ডের মধ্যে সংক্রমিত এলাকা চিহ্নিত করতে পারবে, বলেছেন মেজর জেনারেল হোসেইন সালামি।
তাকে উদ্ধৃত করে বার্তা সংস্থা বলছে, মেজর জেনারেল সালামি বলেছেন যে এই যন্ত্র শতকরা ৮০ ভাগ সঠিক। তবে এর পক্ষে তিনি কোনো তথ্যপ্রমাণ দেননি।
কোভিড বিশেষজ্ঞদের মতে কোভিড নাইনটিন শনাক্ত করার সবচেয়ে নির্ভরযোগ্য পরীক্ষা হলো নাক বা গলার ভেতর থেকে নমুনা সংগ্রহ করে গবেষণাগারে তা পরীক্ষা করে দেখা।

সূত্র : বিবিসি

আন্তর্জাতিক