Thursday || April 25, 2024 Online Tech News Portal
img

প্রকাশ্যে এসেছেন নকল কিম জং-উন!

Posted on : 2020-05-07 07:57:01

News Source : আমাদের সময়, ৭ মে ২০২০ ১২:৫৮ | আপডেট: ৭ মে ২০২০ ১৩:৩৯

প্রকাশ্যে এসেছেন নকল কিম জং-উন!

করোনাভাইরাস নিয়ে বিশ্বজুড়ে তোলপাড়ের মধ্যে সংবাদমাধ্যমে জায়গা করে নিয়েছিল উত্তর কোরিয়ার শাসক কিম জং-উনের মৃত্যুর গুঞ্জন। দীর্ঘ জল্পনার পর অবশেষে মে দিবস উপলক্ষে ২০ দিন পর প্রকাশ্যে এসে একটি সার কারখানার উদ্বোধন করেন তিনি। সে দেশের সরকারি টিভি চ্যানেলে দেখানো হয় কিম জং-উনের প্রত্যাবর্তনের অনুষ্ঠান।

তবে প্রায় তিন সপ্তাহ ধরে অজ্ঞাতবাসে থাকার পর কিম জং-উনের হঠাৎ করে প্রকাশ্যে আসা নিয়েও উঠছে প্রশ্ন। দাবি করা হচ্ছে কিম জং-উন নন বরং তার ‘বডি ডাবল’ ওই সার কারখানা উদ্বোধন করেন। অর্থাৎ, তার মতো দেখতে আরেকজনকে কিম বলে চালানো হয়েছে। যেমনটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শত্রুপক্ষের নিশানা থেকে বাঁচতে হিটলার, স্টালিন, চার্চিলরা করেছিলেন। এমনকি ইরাকের প্রয়াত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনেরও ‘বডি ডাবল’ ছিল।

সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে প্রথম এমনটি দাবি করেন চীনের এক মানবাধিকার কর্মী জেনিফার জেং। নিজের এ দাবির পক্ষে ছবি পোস্ট করে প্রমাণ করার চেষ্টাও করেছেন তিনি।

কিমের পূর্বের ছবিগুলোর সঙ্গে সার কারখানা উদ্বোধনের ছবির বেশকিছু অমিল রয়েছে। যেগুলো এ সন্দেহকে আরও উসকে দিয়েছে। নতুন ছবিতে কিমকে বেশ স্থুল দেখাচ্ছে।

এ ছাড়া তার কান ও মুখের আকৃতি, চুলের স্টাইল, দাঁতের আকার এবং ঠোঁটের উপরে কিউপিড বো সম্পূর্ণ আলাদা।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য সান-এর প্রতিবেদনে বলা হয়েছে, এর আগেও কিমের বডি ডাবল নিয়ে আলোচনা হয়েছে। পূর্ববর্তী একটি প্রতিবেদনে কিমকে তার বডি ডাবলের সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে দেখা গেছে।

যদিও এমন দাবির পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি দক্ষিণ কোরিয়া।

কিমের অজ্ঞাতবাসের সময় ৫০ জনের চিকিৎসক প্রতিনিধি দল পাঠিয়েছিল চীন। তবে সেই প্রসঙ্গে পরবর্তী সময়ে কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।

আন্তর্জাতিক