Saturday || April 20, 2024 Online Tech News Portal
img

যুক্তরাষ্ট্রে চীনা করোনা গবেষকের অস্বাভাবিক মৃত্যু

Posted on : 2020-05-06 09:47:29

News Source : ইত্তেফাক, ১২:৫৩, ০৬ মে, ২০২০

যুক্তরাষ্ট্রে চীনা করোনা গবেষকের অস্বাভাবিক মৃত্যু

যুক্তরাষ্ট্রে বিং লিউ নামের এক চীনা করোনা গবেষকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। করোনা ভাইরাসের প্রকৃতি এবং সংক্রমণের বিষয়ে যুক্তরাষ্ট্রের পিটার্সবার্গ ইউনিভার্সিটিতে গবেষণা করছিলেন তিনি।

এর আগে ৩৭ বছর বয়সী গবেষক বিং লিউ জানান, করোনা ভাইরাসের প্রকৃতি এবং সংক্রমণের ব্যাপারে অনেক তথ্য উদঘাটন করেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের রোজ টাউনশিপে নিজের বাড়িতেই মৃত অবস্থায় পাওয়া যায় বিংকে। তার শরীরে গুলির চিহ্ন রয়েছে। বিংয়ের গাড়ির মধ্যে আরেকজনের মৃতদেহ পাওয়া গিয়েছে। সেই ব্যক্তির বয়স ৪৬ বছর। তার নাম গাউ গু। অনেকে মনে করছেন বিংকে গুলি করে মেরে ফেলার পর গাউ আত্মহত্যা করে নেয়। পুলিশ অবশ্য জানিয়েছে, বিংকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। তবে এখনই এই ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে চায়নি পুলিশ।

এই ঘটনার পর পিটার্সবার্গ ইউনিভার্সিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিংয়ের অসমাপ্ত কাজ শেষ করার জন্য যাবতীয় চেষ্টা করা হবে।

আন্তর্জাতিক