Wednesday || April 24, 2024 Online Tech News Portal
img

প্রেমিকার জন্য লকডাউন ভেঙ্গে বিপাকে বৃটিশ শীর্ষ বিজ্ঞানী

Posted on : 2020-05-06 09:45:54

News Source : ইত্তেফাক, ১৫:৩০, ০৬ মে, ২০২০

প্রেমিকার জন্য লকডাউন ভেঙ্গে বিপাকে বৃটিশ শীর্ষ বিজ্ঞানী

প্রেমিকার জন্য লকডাউন ভেঙ্গে বৃটিশ সরকারের সায়েন্টিফিক এডভাইজরি গ্রুপ (এসএজিই) থেকে পদত্যাগ করেছেন শীর্ষ বিজ্ঞানী প্রফেসর নিল ফার্গুসন। মঙ্গলবার ব্রিটিশ সরকারের কাছে প্রফেসর নিল ফার্গুসন তার পদত্যাগপত্র জমা দেন।

জানা গেছে, প্রফেসর নিল ফার্গুসন করোনা মহামারি প্রতিরোধে সরকারের উপদেষ্টা দলের সদস্য ছিলেন। যুক্তরাজের দ্য টেলিগ্রাফ পত্রিকার প্রতিবেদনে বলা হয় যে, নিল ফার্গুসন তার একজন বান্ধবী ও প্রেমিকা অ্যান্তোনিয়া স্ট্যাটসকে নিজের বাড়িতে প্রবেশ করতে দিয়েছেন। এর মধ্য দিয়ে তিনি সরকারি নিয়ম ভঙ্গ করেছেন।

এ নিয়ে প্রফেসর নিল ফার্গুসন বলেন, আমি স্বীকার করে নিচ্ছি যে আমি ভুল করেছি। তাই আমি এসএজিই থেকে আমাকে সরিয়ে নিয়েছি। এই ভয়াবহ মহামারিকালে সামাজিক দূরত্ব বজায় রাখার নীতি মানতে পারিনি। এ জন্য আমি গভীর দুঃখ প্রকাশ করছি। সরকারের যেসব গাইডলাইন আছে তা স্পষ্ট এবং সেটা আমাদের সবাইকে রক্ষা করার জন্য।

ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে করোনা ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৯০ জন। মারা গেছেন ২৯ হাজার ৪২৭ জন।

আন্তর্জাতিক