Thursday || March 28, 2024 Online Tech News Portal
img

কাশ্মিরে পুলিশের ফাঁদে শীর্ষ জঙ্গি কমান্ডার, গোলাগুলি চলছে

Posted on : 2020-05-06 09:42:23

News Source : ইত্তেফাক, ১৩:৪১, ০৬ মে, ২০২০

কাশ্মিরে পুলিশের ফাঁদে শীর্ষ জঙ্গি কমান্ডার, গোলাগুলি চলছে

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের অবন্তীপুরায় এক শীর্ষ জঙ্গি কমান্ডারকে ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিন‌ী। জম্মু ও কাশ্মির পুলিশের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

কাশ্মির পুলিশের মুখপাত্র জানিয়েছেন, মঙ্গলবার রাতে ওই অপারেশন শুরু হয়েছে। যে বাড়িতে ওই শীর্ষ জঙ্গি নেতা লুকিয়ে রয়েছে, তাকে ঘিরে ফেলে এই মুহূর্তে গুলিবর্ষণ শুরু করেছে নিরাপত্তা বাহিনী। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওই জঙ্গি কমান্ডার জঙ্গি দল হিজবুল মুজাহিদিনের শীর্ষ কমান্ডার। সে কাশ্মিরের ‘মোস্ট ওয়ান্টেড' তালিকায় থাকা অন্যতম জঙ্গি।

সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, ওই জঙ্গি নেতা ও তার সঙ্গীকে ইতিমধ্যে মধ্যে হত্যা করা হয়েছে। কিন্তু সরকারি ভাবে এই সংবাদকে প্রত্যাখ্যান করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে গুলির লড়াই শুরু হওয়ার পর থেকেই কাশ্মিরের মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে।

এদিকে বুধবার সকালে জম্মু ও কাশ্মিরের পুলিশের তরফে টুইট করে বলা হয়, শীর্ষস্থানীয় জঙ্গি কমান্ডারকে ঘিরে ফেলা হয়েছে। অবন্তীপুর পুলিশের পক্ষ থেকে তৃতীয় অপারেশন শুরু করা হয়েছে।

২০১৮ সালে জঙ্গি হানা ও হামলার হুমকির কারণে বহু বিশেষ ভারতীয় পুলিশ কর্মকর্তা চাকরি ছেড়ে দেন। গত মাসে অন্তত ২২ জন সেনা সদস্যকে হত্যা করা হয়েছে কাশ্মির উপত্যকায়। জানা গিয়েছে, পাকিস্তানি জঙ্গিদের অনুপ্রবেশের ফলেই এই ধরনের জঙ্গি হামলার ঘটনা ঘটছে।

আন্তর্জাতিক