Friday || June 25, 2021 Online Tech News Portal
img

মসজিদ খুলে দেওয়ায় ইরানে মৃত্যু বেড়েছে

Posted on : 2020-05-05 10:38:28

News Source : আমাদের সময়, ৫ মে ২০২০ ০৯:২৮ | আপডেট: ৫ মে ২০২০ ০৯:৫১

মসজিদ খুলে দেওয়ায় ইরানে মৃত্যু বেড়েছে

ইরানের ১৩২টি শহরের মসজিদ খুলে দেওয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েছে। বিগত ২৪ ঘণ্টায় ৭৪ জন মৃত্যুবরণ করায় দেশটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৭৭ জনে।

ইরানের জাতীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুরি। এ বিষয়ে আজ মঙ্গলবার সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বিপর্যস্ত ইরানে করোনাভাইরাসের প্রকোপ অনেকটাই কমে এসেছে। দেশটির প্রায় ৮০ শতাংশ করোনা আক্রান্ত রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছে। করোনার প্রকোপ কমে আসায় কম ঝুকিপূর্ণ এমন ১৩২টি শহরে গতকাল সোমবার থেকে শর্ত সাপেক্ষে মসজিদ খোলা রাখার ঘোষণা দিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি।

ঘোষণায় হাসান রুহানি জানিয়েছিলেন, কম ঝুঁকিপূর্ণ অঞ্চলে মসজিদ খুলে দেওয়া হচ্ছে। তবে মসজিদে প্রবেশ করতে হলে অবশ্যই মাস্ক, গ্ল্যাভস পরে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মসজিদে আধা ঘণ্টার বেশি অবস্থান করা যাবে না।

ইরানের ক্রীড়ামন্ত্রী মাসউদ সোলতানিফারের দেওয়া বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইরানের ১৩২টি শহরের ক্রীড়া ক্ল্যাব খুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে খুলে দেওয়া হয়েছে বিভিন্ন শহরের প্রবেশদ্বার এবং বড় বড় শপিংমল। এ ছাড়াও দেশটির শিক্ষা প্রতিষ্ঠান খুব দ্রুতই খুলে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, ইরানে এখন পর্যন্ত ৯৮ হাজার ৬৪৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ৬ হাজার ২৭৭ জনের।

আন্তর্জাতিক