Thursday || March 28, 2024 Online Tech News Portal
img

ভারতের লক্ষ্য দিনে এক লাখ নমুনা পরীক্ষা

Posted on : 2020-05-04 22:05:39

News Source : আমাদের সময়, ৫ মে ২০২০ ০০:০০ | আপডেট: ৫ মে ২০২০ ০২:৪৮

ভারতের লক্ষ্য দিনে এক লাখ নমুনা পরীক্ষা

দক্ষিণ এশিয়ার দেশগুলোতে করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। হঠাৎ করেই এ অঞ্চলের কয়েকটি দেশে সংক্রমণের সংখ্যা বাড়তে শুরু করেছে। এর মধ্যে বৃহত্তম জনগোষ্ঠীর দেশ ভারতে এক দিনে রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় বিশেষজ্ঞরা সব সময় বলে আসছেন, পরীক্ষার সংখ্যা বাড়াতে হবে। সেই পরামর্শ মেনেই দেশটির কেন্দ্রীয় সরকার দিনে এক লাখ করোনা পরীক্ষা করার পরিকল্পনা নিয়েছে। সংবাদমাধ্যম নিউজ এইটিন এ খবর জানিয়েছে।

এ সংক্রান্ত খবরে বলা হয়, চলতি মে মাসের শেষ নাগাদ প্রতিদিন এক লাখ র‌্যাপিড অ্যান্টিবডি টেস্ট ও পিসিআর পরীক্ষার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর মধ্যে দ্বিতীয় পরীক্ষার ফল করোনা আক্রান্তকে চিহ্নিত করার অনেক বেশি নির্ভরযোগ্য। তবে র‌্যাপিড টেস্টের কিটের সরবরাহ বাড়তে শুরু করলে রেড জোনগুলোতে পরীক্ষার সংখ্যা বাড়ানো হবে। পাশাপাশি যে এলাকাগুলোতে সংক্রমণের হার কম, সেখানেও বেশি করে পরীক্ষা করে কোনো আক্রান্ত আছে কিনা, তা খুঁজে বের করার চেষ্টা করা হবে। এদিকে করোনা তথ্য বলছে, গতকাল পর্যন্ত ভারতে করোনা আক্রান্ত হয়েছে ৪২ হাজার ৫০৫ জন। আর মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৩৯১ জন। এর মধ্যে গতকাল নতুন করে মারা গেছেন ৬৮ জন। আর এর আগের দিন করোনায় নতুন করে শনাক্ত হয় ২৮শর বেশি লোক।

এদিকে এই পরিস্থিতির মধ্যেই ভারতের লকডাউনে কিছু নিয়ম শিথিল করা হয়। যেসব এলাকায় সংক্রমণ কম সেসব এলাকায় মদের দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছিল গতকাল। তবে সব রাজ্যের মদের দোকানে প্রচুর লোকের সমাগম দেখা যায়। এক পর্যায়ে দিল্লিতে দোকান বন্ধ করে দিতে বাধ্য হন দোকানদাররা। অনেক স্থানে মদ কিনতে ঠেলাধাক্কা করতে দেখা গেছে। পরিস্থিতি সামাল দিতে কোথাও কোথাও পুলিশকে মৃদু লাঠিচার্জের আশ্রয় নিতে হয়েছে। তবে দিল্লিতে মদের দোকান খোলা হলেও তারই প্রতিবেশী রাজ্য হরিয়ানাতে মদের দোকানগুলো বন্ধ রয়েছে। হরিয়ানার মতো পঞ্জাব সরকারও মদ বিক্রি করার অনুমতি দেয়নি। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, সামাজিক দূরত্ব মেনে ও মুখে মাস্ক পরলেই কেবল তার কাছে মদ বিক্রি করা হবে।

আর করোনার মধ্যেই ভারতে দেখা দিয়েছেন আফ্রিকান সোয়াইন ফ্লুর মতো মারাত্মক রোগ। আসামের ৩০৬ গ্রামের ২৫০০ শূকরের মৃত্যু হয়েছে। এই ফ্লু আক্রান্ত শূকরের মাংস মানুষ খেলে সেই মানুষও আক্রান্ত হতে পারে।

রবিবার এক সংবাদ সম্মেলনে অসমের পশুপালন ও পশুমন্ত্রী অতুল বোরা জানান, এ অসুখের সঙ্গে কোভিড-১৯-এর কোনো যোগ নেই। ভোপালের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব হাই সিকিউরিটি অ্যানিমাল ডিজিজেস’-এর তরফে জানানো হয়েছে এটা ‘আফ্রিকান সোয়াইন ফ্লু’। কেন্দ্রীয় সরকার বলছে দেশে এই প্রথম এর সংক্রমণ দেখা গেল। ওই দপ্তরের ২০১৯-এর গণনা অনুযায়ী শূকরের সংখ্যা ২১ লাখ। কিন্তু এ সময়ের মধ্যে তা বেড়ে গিয়ে ৩০ লাখ ছাড়িয়েছে।

আন্তর্জাতিক