Tuesday || April 23, 2024 Online Tech News Portal
img

চীনের গবেষণাগার থেকেই করোনার উৎপত্তি: পম্পেও

Posted on : 2020-05-04 04:43:21

News Source : ইত্তেফাক, ০৯:১২, ০৪ মে, ২০২০

চীনের গবেষণাগার থেকেই করোনার উৎপত্তি: পম্পেও

চীনের গবেষণাগার থেকেই প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই অভিযোগ করেন।

রবিবার এবিসি'র 'দিস উইক'এ পম্পেও বলেন, চীনের উহান শহরের একটি গবেষণাগার থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে, এর 'যথেষ্ট প্রমাণ' রয়েছে।

তারা (চীন) কী এই ভাইরাস ইচ্ছাকৃতভাবে ছড়িয়েছে বা এটা গবেষণাগারের দুর্ঘটনার কারণে ছড়িয়েছে ? এই প্রশ্নের জবাবে পম্পেও বলেন, এই বিষয়ে আমি উত্তর দিতে পারবো না, কেননা চায়না কমিউনিস্ট পার্টি বিশ্ব স্বাস্থ্য বিশেষজ্ঞদের সহযোগিতা করেনি।

তবে এই ভাইরাস যে মানবসৃষ্ট নয়, এই বিষয়ে একমত হয়েছে মার্কিন এই পররাষ্ট্র মন্ত্রী।

পম্পেও আরও বলেন, আমি মনে করি পুরো বিশ্ব এখন দেখতে পারবে, চীন এর আগেও যে বিশ্বে ভাইরাস ছড়িয়েছে এর ইতিহাস আছে এবং তারা নিম্মমানের গবেষণাগার চালাচ্ছে।

এদিকে এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১২ লাখের কাছাকাছি। এতে মারা গেছে ৬৮ হাজারের বেশি মানুষ।

বিশ্বব্যাপী আক্রান্ত ৩৫ লাখ। মারা গেছে প্রায় আড়াই লাখ। এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১১ লাখ ৫০ হাজারের বেশি মানুষ।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম এই ভাইরাসের আবির্ভাব ঘটে। এরপর একে একে বিশ্বের ১৮৫ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। এবিসি, এনডিটিভি।

আন্তর্জাতিক