Thursday || April 25, 2024 Online Tech News Portal
img

করোনায় যুক্তরাষ্ট্রে ১ লাখেরও বেশি মৃত্যু হতে পারে: ট্রাম্প

Posted on : 2020-05-04 04:41:59

News Source : ইত্তেফাক, ০৯:৩৫, ০৪ মে, ২০২০

করোনায় যুক্তরাষ্ট্রে ১ লাখেরও বেশি মৃত্যু হতে পারে: ট্রাম্প

করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে এক লাখেরও বেশি মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাতকারে এই আশঙ্কা প্রকাশ করেন তিনি।

তবে এই বছরের শেষ নাগাদ করোনা ভাইরাসের ভ্যাকসিন পাওয়া যাবে বলেও মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সাক্ষাতকারে ট্রাম্প বলেন, আমরা খুবই আত্মবিশ্বাসী যে এই বছরের শেষেই আমরা একটি ভ্যাকসিন পেয়ে যাবো।

করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরিতে কাজ করে বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা। তাদের বেশিরভাগই দাবি করেছেন যে এই বছরের শেষেই সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে করোনার প্রতিষেধক।

ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৮৮ হাজার ১২২ জন। মারা গেছেন ৬৮ হাজার ৫৯৮ জন।

আন্তর্জাতিক