Wednesday || April 24, 2024 Online Tech News Portal
img

লকডাউনে বেকারদের ১২ হাজার রুপি ভাতা দিচ্ছেন ইমরান খান

Posted on : 2020-05-04 04:29:21

News Source : বাংলাদেশ প্রতিদিন, ৪ মে, ২০২০ ০০:৫৬

লকডাউনে বেকারদের ১২ হাজার রুপি ভাতা দিচ্ছেন ইমরান খান

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে চলমান লকডাউনে চাকরি হারানো বেকারদের নগদ অর্থ দিয়ে সহায়তার জন্য একটি কর্মসূচি চালু করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ওই কর্মসূচির আওতায় দেশটির নিবন্ধনকৃত বেকারদের সর্বোচ্চ ১২ হাজার রুপি দেওয়া হবে।

শনিবার থেকে এই কর্মসূচির কার্যক্রম চালু করেছেন ইমরান খান।

প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, বেকারদের তালিকা নিবন্ধনের জন্য ওয়েব পোর্টাল চালু করেছে সরকার। সেখানে এ মাস নগদ কর্মসূচির আওতায় সর্বোচ্চ ১২ হাজার রুপি পর্যন্ত নগদ সহায়তা করা হবে।
ইমরান খান বলেন, যারা প্রধানমন্ত্রীর করোনা ত্রাণ তহবিলে অর্থ জমা দিয়েছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, এসব অর্থ স্বচ্ছ উপায়ে ব্যয় করা হবে। এসব অর্থ কোথায় ব্যয় করা হয়েছে আপনারা জানতে পারবেন। আমি নিজেই এটা পর্যবেক্ষণ করব এবং সম্পূর্ণ খরচের বিস্তারিত বিবরণ সরবরাহ করব।

তিনি বলেন, যারা শ্রমিক হিসেবে অথবা রেস্টুরেন্টের চাকরি হারিয়েছেন তাদের নগদ অর্থ দিয়ে সহায়তা করছে সরকার। তবে তাদের আগের চাকরির সব তথ্য সরবরাহ করতে হবে।

আন্তর্জাতিক