Thursday || April 25, 2024 Online Tech News Portal
img

করোনাভাইরাস: লকডাউন উঠিয়ে দেয়ার ব্যাপারে সতর্ক করলেন নিউইয়র্কের গভর্নর

Posted on : 2020-05-04 04:27:00

News Source : বাংলাদেশ প্রতিদিন, ৪ মে, ২০২০ ০৯:২৩

করোনাভাইরাস: লকডাউন উঠিয়ে দেয়ার ব্যাপারে সতর্ক করলেন নিউইয়র্কের গভর্নর

করোনাভাইরাসের হানায় বিপর্যস্ত পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সবচেয়ে ভয়াবহ অবস্থা যুক্তরাষ্ট্রের। দেশটিতে করোনাভাইরাসে এখন পর্যন্ত ১১ লাখ ৮৮ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৬৮ হাজারের বেশি মানুষের। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে নিউইয়র্ক রাজ্যে।

এদিকে, নতুন করোনাভাইরাসের কারণে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের অর্থনীতি। এরই মধ্যে ৩ কোটির বেশি মার্কিন নাগরিক বেকার হয়ে পড়েছেন। অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অঙ্গরাজ্যগুলোর লকডাউন আবারও উঠিয়ে দিতে চান। এ ব্যাপারে তার পরিকল্পনা প্রকাশের পর যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক রাজ্যের গভর্নররা তড়িঘড়ি করে স্বাভাবিক অবস্থায় ফিরতে চাইছেন। এ অবস্থায় তাদের সতর্ক করেছেন নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুওমো।

তার মতে, রাজ্যগুলোকে এখনই লকডাউন উঠিয়ে দেওয়ার দাবি অপরিপক্ক। তিনি বলেন, আমরা জানি চাকরি হারিয়ে অনেক মানুষ কঠিন পরিস্থিতির মুখে পড়েছেন। কিন্তু ঘরে থাকার বিধিনিষেধ শিথিল করার আগে করোনা ভাইরাস সম্পর্কে আরো বেশি ধারণা ও উপলব্ধি আমাদের জন্য জরুরি।
তিনি বলেন, আপনি কঠিন পরিস্থিতির মধ্যে থাকলেও অন্ধের মতো অগ্রসর হতে পারেন না। এক্ষেত্রে আবেগ, রাজনীতি নয় বরং তথ্যের ওপর ভিত্তি করে কাজ করতে হবে।

জর্জিয়া এবং টেক্সাস আংশিকভাবে তাদের ব্যবসা-বাণিজ্য খুলে দিচ্ছে। এ ব্যাপারে সতর্ক করে গভর্নর কুওমো বলেন, প্রতিদিন ৯০০ বেশি করোনা ভাইরাসের রোগী নিউ ইয়র্কের হাসপাতালে শনাক্ত হচ্ছে। কীভাবে তারা সংক্রমিত হচ্ছেন তার কোনো তথ্য নেই। নিউজার্সির গভর্নর ফিল মারফি কুওমোকে সমর্থন করেছেন।

আন্তর্জাতিক