Thursday || April 25, 2024 Online Tech News Portal
img

ভয়াবহ হয়ে উঠছে রাশিয়ার করোনা পরিস্থিতি, একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড

Posted on : 2020-05-02 04:11:52

News Source : বাংলাদেশ প্রতিদিন, ২ মে, ২০২০ ০৯:৫১

ভয়াবহ হয়ে উঠছে রাশিয়ার করোনা পরিস্থিতি, একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড

প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে আমেরিকা ওই ইউরোপের দেশ ইতালি, স্পেন, ফ্রান্স ও ব্রিটেন। আমেরিকা ও ইউরোপের পর এবার করোনা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে রাশিয়ায়। দেশটিতে প্রায় প্রতিদিনই নতুন আক্রান্তের সংখ্যা আগের দিনের রেকর্ডকে ছাপিয়ে যাচ্ছে।।

শুক্রবার রাশিয়ায় নতুন করে আরও প্রায় ৮ হাজার জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে, যা আগের সব রেকর্ড অতিক্রম করেছে।

ওয়ার্ল্ডওমিটারে দেওয়া সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭ হাজার ৯৩৩ জন আক্রান্ত হয়েছে; যা দেশটিতে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৪ হাজার ৪৩১ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৯৬ জন। এ পর্যন্ত মোট মৃত্যু সংখ্যা ১ হাজার ১৬৯ জন। সুস্থ হয়েছে ১৩ হাজার ২২০জন। এদের মধ্যে ২ হাজার ৩০০ জনের অবস্থা আশঙ্কাজনক। দেশটিতে এ পর্যন্ত ৩৭ লাখ নমুনা পরীক্ষায় এসব তথ্য মিলেছে।
উল্লেখ্য, করোনাভাইরাসের উৎপত্তি প্রতিবেশী রাষ্ট্র চীনে হলেও প্রথম তিন মাস রাশিয়ায় করোনার সংক্রমণ তেমন একটা ছড়ায়নি। তবে সম্প্রতি ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে দেশটিতে।

রাশিয়ায় দুই সপ্তাহে করোনায় আক্রান্ত ৫ গুণ বেড়েছে জানিয়ে গত ২৮ এপ্রিল প্রতিবেদন প্রকাশ করে মস্কো টাইমস।

সংবাদমাধ্যমটি জানায়, দেশটিতে গত ১৪ এপ্রিলে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ১৫ হাজার ৭৭০। এ সংখ্যা ২৮ এপ্রিলে গিয়ে দাঁড়ায় ৬৫ হাজারে। অর্থাৎ প্রতিদিন গড়ে সাড়ে ৪ হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে।

আন্তর্জাতিক