Saturday || April 20, 2024 Online Tech News Portal
img

ভারতে বাসেই হবে করোনা পরীক্ষা

Posted on : 2020-05-01 11:21:49

News Source : বাংলাদেশ প্রতিদিন, ১ মে, ২০২০ ১৬:৩৭

ভারতে বাসেই হবে করোনা পরীক্ষা

সময়ের সাথে পাল্লা দিয়ে ভারতে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। এখনো এই প্রাণঘাতী ভাইরাসের কোনো ওষুধ পাওয়া যায়নি। করোনা ঠেকাতে দরকার সামাজিক দূরত্ব মেনে চলা আর করোনা আক্রান্তদের চিহ্নিত করে আলাদা করে চিকিৎসার ব্যবস্থা করা। যতো বেশি টেস্ট করা হবে ততো দ্রুত করোনা ছড়ানো ঠেকানো যাবে। তাই ভারতের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত মহারাষ্ট্রের মুম্বাইয়ে এক ধরনের নতুন উদ্যোগ গ্রহণ করেছে বিরহানমুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন (বিএমসি)। তারা চালু করেছে করোনা টেস্ট করার জন্য বাস সার্ভিস।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ‘কভিড ১৯ বাস’ নামে পরিচিত ওই বাসে সন্দেহভাজন করোনা রোগীদের টেস্ট করা হবে। বাসটিতে করোনাভাইরাস সনাক্তকরণের জন্য রয়েছে তাপমাত্রা স্ক্রিনিং করার ব্যবস্থা। রয়েছে ওটু-স্যাচুরেশন এবং এআইভিত্তিক এক্সরে। বাসটিতে আরটি-পিসিআর সোয়াব সংগ্রহের সুবিধাও রয়েছে। সরকার কেবল ভাইরাস সনাক্তকরণের জন্য আরটি-পিসিআর পরীক্ষার ব্যবহার বাধ্যতামূলক করেছে। আজ শুক্রাবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকুরে, স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপ এবং মুম্বাইয়ের পৌর কমিশনার প্রবীন পরদেশী বাসটির উদ্বোধন করেছেন।

বিরহানমুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন (বিএমসি) জানিয়েছে, কভিডবাসটি বস্তি এলাকাগুলোতে পরিদর্শন করবে। সেই সঙ্গে উচ্চ ঝুঁকিযুক্ত সন্দেহভাজনদের পরীক্ষ করে আইসোলেশনে রাখার ব্যবস্থা করবে। ভারতে সবচেয়ে বেশি কারোনা আক্রান্ত মহারাষ্ট্রে। করোনায় এই প্রদেশটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। শুক্রবার দুপুর পর্যন্ত প্রদেশটিতে ১০ হাজার চারশ ৯৮ জন করোনা রোগী পাওয়া গেছে। মৃতের সংখ্যা ৪৫৯। আর সমগ্র ভারতে আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার পেরিয়েছে। মৃত্যু হয়েছে ১১৪৭ জনের। সূত্র : ডিএনএ ইন্ডিয়া।

আন্তর্জাতিক