Friday || March 29, 2024 Online Tech News Portal
img

চীনের ল্যাব থেকেই করোনার উৎপত্তি: ট্রাম্প

Posted on : 2020-05-01 04:46:58

News Source : ইত্তেফাক, ০৯:৪৩, ০১ মে, ২০২০

চীনের ল্যাব থেকেই করোনার উৎপত্তি: ট্রাম্প

চীনের হুবেই প্রদেশের উহান শহরের ল্যাব থেকেই করোনার উৎপত্তি হয়েছে বলে আবারো দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এমনটি দাবি করেন।

সংবাদ সম্মেলনে চীনের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প। কিভাবে চীনের ল্যাবে করোনার উৎপত্তি হয়েছে সেই বিষয়ে বিস্তারিত কিছু না বলে ট্রাম্প বলেন, আমি আপনাদের সবকিছু বলতে পারবোনা ।

এদিকে ট্রাম্প দুষলেও মার্কিন গোয়েন্দারা জানিয়ে দিয়েছেন করোনা ভাইরাস তৈরিতে মানুষ তৈরি করেনি। বৃহস্পতিবার করোনা নিয়ে গঠন করা মার্কিন গোয়েন্দা দলের পক্ষ থেকে এমনটি বলা হয়। এ নিয়ে একটি বিবৃতিতে ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের (ডিএনআই) পক্ষ থেকে বলা হয়,

বিস্তর বৈজ্ঞানিক গবেষণা করে অধিকাংশই মত দিয়েছে এই ভাইরাস মানুষের তৈরি না।

এদিকে চীনের পক্ষ থেকেও করোনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি নাকচ করা হচ্ছে। গত বছরের শেষের দিকে চীনের হুবেই প্রদেশের উহানে করোনা ভাইরাসের উৎপত্তি হয়। এ পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩২ লাখ মানুষ। এছাড়া মারা গেছেন ২ লাখ ৩০ হাজারের চেয়ে বেশি মানুষ।বিবিসি, এনডিটিভি।

আন্তর্জাতিক