Thursday || April 18, 2024 Online Tech News Portal
img

করোনাকে দুর্বল করতে আছে অন্তত ১০টি ওষুধ

Posted on : 2020-05-01 04:20:23

News Source : বাংলাদেশ প্রতিদিন, ১ মে, ২০২০ ১০:১৩

করোনাকে দুর্বল করতে আছে অন্তত ১০টি ওষুধ

প্রাণঘাতী করোনাভাইরাসকে দুর্বল করতে পারে এমন অন্তত ১০টি আলাদা ওষুধ আগে থেকেই রয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের গবেষকরা।

বিজ্ঞানীরা বলছেন, ভাইরাসগুলো যখন কোনও দেহের অভ্যন্তরে প্রবেশ করে, তখন কোষে সংক্রমণ ঘটিয়ে নিজের বহু অনুলিপি তৈরি করে। তবে কিছু ওষুধ ব্যবহারের ফলে ভাইরাসের কার্যকলাপ ঠেকানো যায়।

তাদের মতে, কোষের মধ্যে ভাইরাসের কার্যকলাপ ঠেকানোর অন্তত ৪৭টি ওষুধ পরীক্ষা করে দেখা হয়েছে। তার মধ্যে অন্তত ১০টি করোনাভাইরাস দুর্বল করে দিতে সক্ষম।
রোগীর শরীরে করোনাভাইরাসকে দুর্বল করে দেওয়ার ওষুধের ব্যাপারে পরীক্ষা চালানোর পাশাপাশি করোনা আক্রান্তদের সারিয়ে তোলার উপায়ও খুঁজেছেন গবেষকরা। তাদের দাবি, মার্কিন ওষুধ রেমডেসিভির তুলনামূলক বেশি কাজে দিচ্ছে।

বৃহস্পতিবার ন্যাচার জার্নালে গবেষণাটির ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। তাতে এসব তথ্য উল্লেখ করা হয়।

গবেষকরা বলছেন, অ্যালার্জির ওষুধ ইনগ্রেডিয়েন্ট, ক্লেমাস্টিন; সিজোফ্রেনিয়ার ওষুধ হালোপেরিডল এবং ম্যালেরিয়ার ওষুধ হাইড্রো- অক্সিক্লোরোকুইন করোনাভাইরাসকে দুর্বল করে দেওয়ার ব্যাপারে কার্যকর। তবে হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহারের ফলে হার্টের সমস্যায় ভুগতে থাকা ব্যক্তিদের ওপর বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে।

গবেষকরা আরও বলেছেন, পরীক্ষামূলক রাসায়নিক পিবি২৮ হাইড্রোক্সিক্লোরোকুইনের চেয়ে ভাইরাস দুর্বল করে দেওয়ার ক্ষেত্রে ২০ গুণ বেশি কার্যকর। সূত্র: ফ্রান্স২৪

আন্তর্জাতিক