Thursday || April 25, 2024 Online Tech News Portal
img

অক্সফোর্ডের পরীক্ষায় করোনা টিকা সফল

Posted on : 2020-04-29 05:56:23

News Source : ডিজিবাংলা.টেক, এপ্রিল ২৯, ২০২০

অক্সফোর্ডের পরীক্ষায় করোনা টিকা সফল

কোভিড-১৯ টিকার দৌড়ে অন্যতম অক্সফোর্ডের টিকাটি আশাব্যঞ্জক ফল দেখিয়েছে। বানরের ওপর চালানো পরীক্ষায় এটি কার্যকর বলে প্রমাণিত হয়েছে। কয়েক মাসের মধ্যে ভারতে এটির ব্যাপক আকারে উৎপাদন শুরু করা হবে বলে আশা করা হচ্ছে।

২৮ এপ্রিল, মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিশ্বের বৃহত্তম টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান ভারতের সিরাম ইনস্টিটিউট বলেছে, তারা চলতি বছরই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই সম্ভাব্য টিকাটির ছয় কোটি ডোজ উৎপাদনের পরিকল্পনা করেছে।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, গত মাসে মনটানাক রকি মাউন্টেইন ল্যাবরেটরিতে ছয়টি রিসার্স ম্যাকাকু বানরকে এই টিকা দেয়া হয়। এরপর তাদের বিপুল সংখ্যার করোনাভাইরাসের মধ্যে ছাড়া হয়। এরপর ২৮ দিন পেরিয়ে গেলেও ছয়টি বানরই সুস্থ রয়েছে।

গবেষক ভিনসেন্ট মুনসতারের উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে।

আন্তর্জাতিক