Thursday || April 25, 2024 Online Tech News Portal
img

সেই তুরস্কের কাছেই সাহায্য নিল যুক্তরাষ্ট্র

Posted on : 2020-04-29 04:52:53

News Source : আমাদের সময়, ২৯ এপ্রিল ২০২০ ০০:০০

সেই তুরস্কের কাছেই সাহায্য নিল যুক্তরাষ্ট্র

ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার মূল হোতাকে আশ্রয়দান, ন্যাটোর সদস্যপদ প্রাপ্তিতে বাধা দেওয়া এবং শরণার্থী ও সিরীয় ইস্যুতে তুরস্কের ঘোর বিরোধিতা করলেও করোনা মোকাবিলায় শেষ পর্যন্ত আঙ্কারার কাছেও হাত পাতল যুক্তরাষ্ট্র।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, করোনা প্রাদুর্ভাব মোকাবিলায় যুক্তরাষ্ট্রে এক প্লেন সুরক্ষা পোশাক ও সরঞ্জাম পাঠিয়েছে তুরস্ক।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, রাজধানী আঙ্কারা থেকে সামরিক বিমানে করে ওই মেডিক্যাল সাহায্য পাঠানো হয়েছে। গতকালই ওয়াশিংটনের অ্যান্ড্রু বিমানঘাঁটিতে ওই বিমানটি অবতরণ করার কথা।

তুরস্কের শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা বলেছেন, পাঁচ লাখ সার্জিক্যাল মাস্ক, সাধারণ ৪ হাজার মাস্ক, দুই হাজার লিটার জীবাণুনাশক, দেড় হাজার চোখ-সুরক্ষা চশমা, চারশটি এন-৯৫ মাস্ক ও ৫০০ ফেস শিল্ড পাঠানো হয়েছে।

আন্তর্জাতিক