Tuesday || April 16, 2024 Online Tech News Portal
img

করোনা চিকিৎসায় বিশ্বকে অবাক করল সেনেগাল

Posted on : 2020-04-29 04:37:43

News Source : বাংলাদেশ প্রতিদিন, ২৯ এপ্রিল, ২০২০ ০৯:৫৮

করোনা চিকিৎসায় বিশ্বকে অবাক করল সেনেগাল

করোনার মহামরারিতে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের জন্য সারা বিশ্বেই এখন ভেন্টিলেটরের চাহিদা আকাশচুম্বী। এ পরিস্থিতি সামাল দিতে পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের এক দল গবেষক উদ্ভাবন করেছেন সাশ্রয়ী ভেন্টিলেটর।

থ্রিডি প্রিন্টার মাধ্যমে তৈরি এসব ভেন্টিলেটর তৈরিতে খরচ পড়বে মাত্র ৬০ থেকে ৭০ ডলার। যেখানে একটি উন্নতমানের ভেন্টিলেটরের দাম ৫০ হাজার ডলারের বেশি।

সেনেগাল গবেষক ইব্রাহিমা গুয়েই বলেন, আমার দুই সহকর্মী ইলেকট্রনিক্স এর ওপর কাজ করছে। তারাই মূলত ভেনন্টিলেটরের ডিজাইনার। এর প্রধান পার্থক্য হলো মূল্যে। কারণ হাসপাতালে যে ভেন্টিলেটরগুলো আছে সেগুলো বেশ ব্যয়বহুল। তাই এই মুহূর্তে থ্রিডি পদ্ধতির ওপরই গুরুত্ব দিচ্ছি।
উল্লেখ্য, করোনাভাইরাসের বিষাক্ত ছোবলে এখন পর্যন্ত বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছে ৩১ লাখ ৩৮ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ২ লাখ সাড়ে ১৭ হাজারের বেশি।

আন্তর্জাতিক