Friday || March 29, 2024 Online Tech News Portal
img

করোনায় মৃতের সংখ্যা ২ লাখ ছাড়াল

Posted on : 2020-04-26 04:53:05

News Source : বাংলাদেশ প্রতিদিন, ২৬ এপ্রিল, ২০২০ ০৮:১৪

করোনায় মৃতের সংখ্যা ২ লাখ ছাড়াল

থামছেই না প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব। দিন যত যাচ্ছে মৃত্যুর মিছিল ততই দীর্ঘ হচ্ছে। এরই মধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে।

গত ১১ জানুয়ারিতে করোনায় প্রথম মৃত্যু হয়েছিল। এর প্রায় তিন মাস পর গত ১১ এপ্রিল বিশ্বে মৃতের সংখ্যা ১ লাখ ছাড়ায়। এর মাত্র ১৫ দিনের মধ্যেই আরও ১ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন।

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৮ লাখের বেশি মানুষ। মারা গেছেন ২ লাখ ৬৯৮ জন। আর সুস্থ হয়েছেন ৮ লাখ ৩ হাজার জন।
গত শুক্রবার বিশ্বে সর্বোচ্চ আক্রান্ত দেশ যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত ৯ লাখ ১৯ হাজারের বেশি।

গত মার্চে যুক্তরাষ্ট্রে করোনায় সর্বোচ্চ ২ লাখ মানুষ মারা যেতে পারে বলে আশঙ্কা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনাভাইরাস টাস্কফোর্সের সদস্য ডা. ফউসি।

শনিবার, যুক্তরাজ্যে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৯ হাজার ৫৫৪।

ইউরোপের সর্বোচ্চ আক্রান্ত দেশ স্পেনে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৩ হাজার ৭৫৯। মারা গেছেন ২২ হাজার ৯০২ জন।

ইউরোপের আরেক দেশ ইতালিতে মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯২ হাজার ৯৯৪ জন, মারা গেছেন ২৫ হাজার ৯৬৯ জন।

গতবছর ডিসেম্বরের শেষদিকে চীনের উহান শহরে প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা যায়। মাত্র পাঁচ মাসের মধ্যেই বিশ্বের ২১০টি দেশ অঞ্চলে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে।

আন্তর্জাতিক